Tranding

03:58 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / ক্লাস চলাকালীন, টিটাগড়ে স্কুলের ছাদে বোমা ছুড়ল দুষ্কৃতীরা বিকট শব্দে আতঙ্ক 

ক্লাস চলাকালীন, টিটাগড়ে স্কুলের ছাদে বোমা ছুড়ল দুষ্কৃতীরা বিকট শব্দে আতঙ্ক 

সিপিআইএম রাজ্য কমিটির সদস‍্যা গার্গী চট্টোপাধ্যায় বলেন, ‘আজ বিশ্বকর্মা পুজোর দিন কী অবস্থা। এই শিল্পাঞ্চলে আর কোনও শিল্প নেই। শুধুই বোমের কারবার। রোজ এখানে আইসি, ওসি বদলায়। বলা হয় প্রশাসন খুব সুন্দর কাজ করছে। আজ প্রশাসনের নাকের ডগায় স্কুলে বিস্ফোরণ হয়ে গেল।’ স্কুলের এক নিরাপত্তারক্ষী বলেন, ‘আমরা নিচে ছিলাম। কাজ করছিলাম। আচমকা আওয়াজ পাই। তারপর দরজা খুলে বেরিয়ে আসি।’

ক্লাস চলাকালীন, টিটাগড়ে স্কুলের ছাদে বোমা ছুড়ল দুষ্কৃতীরা বিকট শব্দে আতঙ্ক 

ক্লাস চলাকালীন, টিটাগড়ে স্কুলের ছাদে বোমা ছুড়ল দুষ্কৃতীরা বিকট শব্দে আতঙ্ক 


Sep 17, 2022 


এবার স্কুলের ভিতর বিস্ফোরণ। ক্লাস চলাকালীন টিটাগড়ের একটি স্কুলে বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই স্কুলের ছাদে ঘটেছে বিস্ফোরণ। যার জেরে রীতিমতো আতঙ্কিত পড়ুয়ারা।


নিত্যদিনের মতোই স্কুলে গিয়েছিলেন পড়ুয়ারা। ক্লাস শুরু হয়ে যায়। দ্বিতীয় শ্রেণির খুদেরা তখন মনোযোগ দিয়েছে পড়ায়। হঠাৎই ভয়ঙ্কর বিস্ফোরণের আওয়াজ। সেই আওয়াজের জেরে কেঁপে ওঠে পড়ুয়ারা। আতঙ্কিত হয়ে পড়ে সকলে। ভয়ের জেরে চিৎকার শুরু করে তারা।

জানা গিয়েছে, শনিবার দুপুর নাগাদ দুষ্কৃতীরা বোমা ছোড়ে স্কুলের ছাদে। বিকট শব্দে ততক্ষণে জড়ো হন এলাকাবাসী। উপস্থিত হয় টিটাগড় থানার পুলিশ। ওই এলাকায় উপস্থিত হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

এখনও পর্যন্ত জানা যায়নি কারা এই ঘটনা ঘটিয়েছে বা তাদের উদ্দেশ্য বা কী ছিল। কেনবা তারা স্কুলের ছাদে বোমা মারল? উঠছে নানা ধরনের প্রশ্ন। তবে এখনও পর্যন্ত কারোর হতাহতের খবর মেলেনি। এই ঘটনায় এক পুলিশ কর্তা বলেন, ‘বিস্ফোরণ হয়েছে জানতে পেরেছি। গোটা ঘটনার তদন্ত করে দেখছি। এখানে এনে বোমাগুলি রাখা ছিল নাকি ছোড়া হয়েছে তা তদন্ত সাপেক্ষ।’

এ দিকে, আতঙ্কিত পড়ুয়ারা তখনও মুখ খুলতে চাইছিল না ক্যামেরার সামনে। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে একজন বলে, ‘অনেক জোরে একটা শব্দ পাই। এত জোরে আওয়াজ হয় যে আমরা হেলে যাই। খুব ভয় লাগছে।’ ঘটনার বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বলেন, ‘আমরা তখন স্টাফরুমে বসেছিলাম। আচমকা আওয়াজ পাই। আমরা ভাবলাম বাইরে বোমা পড়েছে। তবে বাইরে বেরিয়ে এসে দেখি উপরে পড়েছে। কারণ উপর থেকে ধোঁয়া দেখতে পাই। পরে ছাদে গিয়ে দেখি একটা ফুটো রয়েছে। বুঝতে পারি ছাদে বোমা মারা হয়েছে।’

সিপিএম রাজ্য কমিটির সদস‍্যা গার্গী চট্টোপাধ্যায় বলেন, ‘আজ বিশ্বকর্মা পুজোর দিন কী অবস্থা। এই শিল্পাঞ্চলে আর কোনও শিল্প নেই। শুধুই বোমের কারবার। রোজ এখানে আইসি, ওসি বদলায়। বলা হয় প্রশাসন খুব সুন্দর কাজ করছে। আজ প্রশাসনের নাকের ডগায় স্কুলে বিস্ফোরণ হয়ে গেল।’ স্কুলের এক নিরাপত্তারক্ষী বলেন, ‘আমরা নিচে ছিলাম। কাজ করছিলাম। আচমকা আওয়াজ পাই। তারপর দরজা খুলে বেরিয়ে আসি।’

সাংসদ অর্জুন সিং বলেন, ‘একটা স্কুল চলছে যেখানে ছেলে মেয়ে সকলে পড়াশোনা করছে। সেখানে ছাদের উপর বোমা কোথা থেকে মারল? এখানের ছাদ দেখে মনে হচ্ছে সেখান থেকে বোমা মারা হচ্ছে। আমরা প্রশাসনকে বলব তৎক্ষনাত যেন বিষয়টি নিয়ে খতিয়ে দেখেন। এখানে ছোট-ছোট বাচ্চা রয়েছে। ওরা খুবই ভয় পাচ্ছে। আজ যে কোনও একটা বড় অঘটনা ঘটতে পারত। এটা ভয় দেখানোর জন্য করেছে। নিশ্চয়ই স্কুল খালি করার ব্যাপার ছিল।’

 

Your Opinion

We hate spam as much as you do