Tranding

12:18 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার, নির্বাচন কমিশনকে রিপোর্ট দেবে সিবিআই

সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার, নির্বাচন কমিশনকে রিপোর্ট দেবে সিবিআই

এদিন সন্দেশখালির আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে হানা দেয় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, ওই বাড়িতেই প্রচুর বোমা মজুত করে রাখা আছে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন তল্লাশি চালানো হয়।

সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার, নির্বাচন কমিশনকে রিপোর্ট দেবে সিবিআই

সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার, নির্বাচন কমিশনকে রিপোর্ট দেবে সিবিআই


 26th April 2024 


দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালিতে হানা দেয় সিবিআই। শুক্রবার তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়ির মেঝে খুঁড়তেই মেলে একাধিক বিদেশি আগ্নেয়াস্ত্র ও  প্রচুর পরিমাণ বোমা। এবার জাতীয় নির্বাচন কমিশনকে এই নিয়ে রিপোর্ট দিতে চলেছে সিবিআই।


কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, নির্বাচনের আদর্শ আচারণবিধি জারি থাকাকালীন সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার হয়েছে। আর সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশনকে সমস্ত ঘটনা জানাতে চলেছে সিবিআইয়ের আধিকারিকেরা। 


এদিন সন্দেশখালির আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে হানা দেয় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, ওই বাড়িতেই প্রচুর বোমা মজুত করে রাখা আছে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন তল্লাশি চালানো হয়।


সূত্রের খবর, এদিনের অভিযানে সন্দেশখালি থেকে কেন্দ্রীয় এজেন্সির হাতে এসেছে বিদেশে তৈরি পিস্তল ও রাইফেল। দেশি-বিদেশি মিলিয়ে অন্তত ১৫টি আগ্নেয়াস্ত্র এখনও পর্যন্ত সন্ধান পাওয়া গিয়েছে বলে খবর। এর মধ্যে রয়েছে বিদেশি নাইন এম এম, দেশি সেভেন এমএম পিস্তল। বোমা ও কার্তুজও পাওয়া গিয়েছে। বিভিন্ন জায়গায় মাটি খুঁড়ে চলছে তল্লাশি অভিযান। দুপুর গড়াতেই পৌঁছয় ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-এর কম্যান্ডোরা।


কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালির ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই। তারপর থেকে দফায় দফায় সন্দেশখালি যান কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। গত শনিবারও সিবিআইয়ের দু’টি দল সন্দেশখালিতে গিয়েছিল। শুক্রবার সকাল থেকে ফের শুরু হয় অভিযান।

Your Opinion

We hate spam as much as you do