যার ফলে প্রায় ৪০০০ এর কাছে শ্রমিক কাজে যোগ দিতে পারল না।। একটা হেভি ইঞ্জিনিয়ারিং কারখানা একদিনের বৃষ্টির জলে বন্ধ করে দিতে হলো এমন অবস্থা কারখানার ভিতরে ইলেকট্রিকের লাইন অফ করে রাখতে হয়েছে কর্তৃপক্ষকে
একদিনের বৃষ্টিতে নাকাল। টেক্সএমএকো রেল ওয়ার্কসপ লে অফ করতে হল।
newscopes.in 30th july
টেক্সএমএকো রেল আগরপাড়া ওয়ার্কসপ আজ সকালে কর্তৃপক্ষ লে-অফ ঘোষণা করল।। যার ফলে প্রায় ৪০০০ এর কাছে শ্রমিক কাজে যোগ দিতে পারল না।। একটা হেভি ইঞ্জিনিয়ারিং কারখানা একদিনের বৃষ্টির জলে বন্ধ করে দিতে হলো এমন অবস্থা কারখানার ভিতরে ইলেকট্রিকের লাইন অফ করে রাখতে হয়েছে কর্তৃপক্ষকে ৪ নম্বর রেলগেট থেকে শুরু হয়েছে একদম আগরপাড়া স্টেশন এর কাজ পর্যন্ত কোমর পর্যন্ত জল দাঁড়িয়ে রয়েছে। ওয়ার্কার কোয়ার্টারের একতলায় জলমগ্ন হয়ে গেছে যতক্ষণ না পর্যন্ত কামারহাটি অঞ্চলের ২৮ নম্বর ওয়ার্ডের শ্রীপল্লি পাঞ্জাব ভিলা শাল পাতা বাগান অঞ্চলের জল না হবে ততক্ষণ পর্যন্ত টেক্সএমএকো রেল আগরপাড়া ওয়াক শপের ভিতরে জল এবং আগরপাড়া সুন্দরবন অঞ্চলের জল ২৯ নম্বর ওয়ার্ডের জল নাববে না দীর্ঘদিন ধরে একই অবস্থার সামান্য বৃষ্টিতেই এই হেভি ইন্ডাস্ট্রিজ কারখানার উৎপাদন বন্ধ করে দিতে হয়।
বিশেষজ্ঞ মহলের বক্তব্য জলনিকাশী ব্যবস্থায় কামারহাটি এবং পানিহাটি পৌর প্রশাসন এর উদাসীনতায় এই হাল কারখানাটির হল।
We hate spam as much as you do