Tranding

12:24 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / শিক্ষক আন্দোলনের শতবর্ষে এবিটিএ এর উদ্যোগে করোনা আইসোলেসন সেন্টার 

শিক্ষক আন্দোলনের শতবর্ষে এবিটিএ এর উদ্যোগে করোনা আইসোলেসন সেন্টার 

শিক্ষক সংগঠন  এই শতবর্ষ কে স্মরণ করে সত্যপ্রিয় রায় করোনা পরিষেবা ও পরামর্শ দান কেন্দ্র এবং আইসোলেশন সেন্টারের উদ্বোধন হলো।  

শিক্ষক আন্দোলনের শতবর্ষে এবিটিএ এর উদ্যোগে করোনা আইসোলেসন সেন্টার 

শিক্ষক আন্দোলনের শতবর্ষে এবিটিএ এর উদ্যোগে করোনা আইসোলেসন সেন্টার 

এ বছর বাম শিক্ষক সংগঠন এবিটিএ শতবর্ষে পড়েছে । শুধুমাত্র পড়াশুনা বিষয়ে সীমাবদ্ধ না থেকে এ বি টি এ  সদস্য শিক্ষক  যে বিশিষ্ট শিক্ষাবিদ  সত্যপ্রিয় রায় উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এবিটিএ । শিক্ষক সংগঠন  এই শতবর্ষ কে স্মরণ করে সত্যপ্রিয় রায় করোনা পরিষেবা ও পরামর্শ দান কেন্দ্র এবং আইসোলেশন সেন্টারের উদ্বোধন হলো।  উদ্যোক্তা এবিটিএ উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত  ব্যারাকপুর মহকুমা দক্ষিণ শাখা।

 

 এইচবি  টাউন এক নম্বর রাস্তায় সোদপুর পানিহাটিতে আইসোলেশন সেন্টার এবং করো না পরিষেবা ও পরামর্শদান কেন্দ্র।  উদ্বোধন করেন বিশিষ্ট চিকিত্সক ডাঃ মানষ গুমটা।  এবিটিএ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য্য উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তন্ময়  ভট্টাচার্য ,পানিহাটি পৌরসভা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অর্ণব রায় পানিহাটি পৌরসভা প্রাক্তন পৌর প্রধান চারণ চক্রবর্তী পানিহাটি বামফ্রন্টের দুলাল চক্রবর্তী এবং বিশিষ্ট সমাজসেবী অনির্বাণ ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক  তানিয়া চক্রবর্তী। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন এ বি টি এর নেতৃত্ব  ব্যারাকপুর মহকুমার দক্ষিণ শাখার সভাপতি সুদীপ চৌধুরী এবং সম্পাদক শুভব্রত চক্রবর্তী ।  এই আইসোলেশন সেন্টার ছটি বেড থাকছে অক্সিজেন এবং অক্সিজেন কনস্যুলেটর থাকছে প্রতিদিন ডাক্তার এবং প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা প্রত্যেকদিন থাকছেন রোগীদের দেখবার জন্য

 

Your Opinion

We hate spam as much as you do