Tranding

11:26 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / আট বাম কংগ্রেস প্রার্থীর মনোনয়ন। এবং বিজেপির নৈহাটি, ভাটপাড়া, নোয়াপাড়ার মনোনয়ন 

আট বাম কংগ্রেস প্রার্থীর মনোনয়ন। এবং বিজেপির নৈহাটি, ভাটপাড়া, নোয়াপাড়ার মনোনয়ন 

আটজন সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী বীজপুরের সুকান্ত রক্ষিত , নৈহাটির ইন্দ্রাণী কুন্ডু মুখার্জি, দমদম উত্তরের তন্ময় ভট্টাচার্য, বারাকপুরের ডঃ দেবাশীষ ভৌমিক  খড়দহের দেবজ্যোতি দাস ,জগদ্দলের ফরওয়ার্ড ব্লক প্রার্থী নিমাই সাহা ,জাতীয় কংগ্রেসের নোয়াপাড়ার শুভঙ্কর সরকার, ভাটপাড়ার ধর্মেন্দ্র সাউ মনোনয়ন পেশ করেন। এছাড়া বিজেপির নৈহাটির ফাল্গুনী পাত্র , নোয়াপাড়ার সুনীল সিং , ভাটপাড়ার পবন সিং মনোনয়ন জমা দেন।

আট বাম কংগ্রেস প্রার্থীর মনোনয়ন। এবং বিজেপির নৈহাটি, ভাটপাড়া, নোয়াপাড়ার মনোনয়ন 

আট বাম কংগ্রেস প্রার্থীর মনোনয়ন। এবং বিজেপির নৈহাটি, ভাটপাড়া, নোয়াপাড়ার মনোনয়ন 
আটজন সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী বীজপুরের সুকান্ত রক্ষিত , নৈহাটির ইন্দ্রাণী কুন্ডু মুখার্জি, দমদম উত্তরের তন্ময় ভট্টাচার্য, বারাকপুরের ডঃ দেবাশীষ ভৌমিক  খড়দহের দেবজ্যোতি দাস ,জগদ্দলের ফরওয়ার্ড ব্লক প্রার্থী নিমাই সাহা ,জাতীয় কংগ্রেসের নোয়াপাড়ার শুভঙ্কর সরকার, ভাটপাড়ার ধর্মেন্দ্র সাউ মনোনয়ন পেশ করেন।
এছাড়া বিজেপির নৈহাটির ফাল্গুনী পাত্র , নোয়াপাড়ার সুনীল সিং , ভাটপাড়ার পবন সিং মনোনয়ন জমা দেন।
গতকালের অশান্তিকে সামনে রেখে আজ বারাকপুরে ছিল বেশ কড়া নিরাপত্তা । পুলিশের পক্ষ থেকে হ্যান্ড মাইকে ঘোষনা করা হচ্ছিল মহকুমা শাসকের অফিসের সামনে কেউ যেন ভিড় না করে। সমস্ত মিছিল চিড়িয়ামোড়ে আটকে দেওয়া হয়। যদিও বিজেপির একটি মিছিল অন্য পথ দিয়ে ঘুরে মহকুমা শাসকের অফিসের সামনে চলে আসে। বামফ্রন্ট কংগ্রেসের সুসজ্জিত মিছিল চিড়িয়ামোড়ের পর আর যায়নি। বামফ্রন্ট নেতাদের বক্তব্য, প্রশাসনের সাথে সহযোগিতার কথা। যদিও বেশ খানিকক্ষণ পর ভাটপাড়া ও নোয়াপাড়ার প্রার্থী ডিজে সহযোগে অনেক সমর্থক নিয়ে আসেন। তখন পুলিশকে খানিকটা পাশ কাটিয়ে দলে দলে সমর্থক ঢুকে পড়ে। এক্ষেত্রে প্রশাসন কঠোর হতে পারেনি বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ ।
নির্বাচন কমিশনকে আরো কঠোর হতে হবে মনে করেন সাধারন মানুষ।

Your Opinion

We hate spam as much as you do