Tranding

02:55 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / দুদফার পর মোর্চার বিরুদ্ধে  তৃণমূল সংঘর্ষের পথে , কান্দি ও শাসনে।

দুদফার পর মোর্চার বিরুদ্ধে  তৃণমূল সংঘর্ষের পথে , কান্দি ও শাসনে।

বিরোধী প্রার্থীর সাথে শাসনে তৃনমুলের অসভ্যতা। জুতো-ঝাঁটা নিয়ে  আইএসএফ প্রার্থীকে আক্রমণ ।

দুদফার পর মোর্চার বিরুদ্ধে  তৃণমূল সংঘর্ষের পথে , কান্দি ও শাসনে।

দুদফার পর মোর্চার বিরুদ্ধে  তৃণমূল সংঘর্ষের পথে , কান্দি ও শাসনে।

রাজ্যে দু দফা ভোট হয়ে গিয়েছে। তৃতীয় দফার আগে রাজ্যের একাধিক জায়গা থেকে আসছে নানারকম  সংঘর্ষের খবর। এবার মুর্শিদাবাদের কান্দি থানার কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে চলল গুলি। 

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের কান্দি  অন্তর্গত লোহাপট্টি এলাকায় রবিবার রাতে কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি চলেছে বলে অভিযোগ। লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান ওই কংগ্রেস কর্মী। এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে।  জানা গিয়েছে, কংগ্রেস কর্মী চঞ্চল বারিক দেওয়াল লিখনের কাজ খতিয়ে দেখার পর চায়ের দোকানে বসে ছিলেন। সেই সময় আচমকা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে মারধর শুরু করেন। এরপর তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। তাঁর দাবি, লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। ঘটনায় কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করে কংগ্রেস নেতৃত্ব, থানায় গিয়ে বিক্ষোভও দেখান তাঁরা।
রাতেই থানায় যান, কান্দি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সফিউল আলম খান। কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন তিনি। কান্দির বিজেপি প্রার্থী গৌতম রায় জানিয়েছেন তাঁদের কর্মীদের হুমকি দেওয়া হয়েছে। রাতেই সেই খবর পেয়ে ছুটে যান তিনি।  পুলিশ দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছে।

বিরোধী প্রার্থীর সাথে শাসনে তৃনমুলের অসভ্যতা। জুতো-ঝাঁটা নিয়ে  আইএসএফ প্রার্থীকে আক্রমণ ।

হাড়োয়ার সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থীকে নজিরবিহীন আক্রমণ করল তৃণমূল। কর্মীরা মহিলাদের হাতে জুতো, ঝাঁটা দিয়ে গো ব্যাক ধ্বনি দেয়। স্লোগান দেয়।  এদিন শাসন ও বেলেঘাটা এলাকায় প্রচারে যান আইএসএফ প্রার্থী কুতুবউদ্দিন ফতেহি। সেখানে তাঁকে ঘিরে দফায় দফায় রাস্তায় দাঁড়িয়ে বিরোধী প্রার্থীকে গালাগালি দিতে থাকে তৃণমূল কর্মীরা। ঝাঁটা-জুতো, কালো পতাকা দেখানোর পাশাপাশি দেওয়া হয় গো ব্যাক স্লোগান। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সাহায্যে এলাকা ছাড়েন আইএসএফ প্রার্থী।  
আইএসএফের প্রতিক্রিয়া এখনও মেলেনি

ছবি-tv9 বাংলা

Your Opinion

We hate spam as much as you do