মিশনের সম্পাদক রবিউল হক গত ৩০ মার্চ এই মর্মে প্রতিবাদ পত্র পাঠিয়েছেন,মুখ্যমন্ত্রী, রেলবিকাশ নিগম লিমিটেড, ডি এম উত্তর ২৪ পরগনা জেলা,হিডকো, বিডিও বাদুড়িয়া,সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধান,বাদুড়িয়া,ও স্বরূপনগরের বিধায়ক,রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং কংগ্রেসের প্রদেশ সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে
তিতুমীর' নামাঙ্কিত মেট্রো স্টেশনের নাম পরিবর্তনে ব্যাপক ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা:বসিরহাট, ১ এপ্রিল--মুখ্যমন্ত্রীর পরামর্শে স্বাধীনতা ও কৃষক আন্দোলনের প্রথম শহীদ 'তিতুমীর'(মীর নিসার আলি) নামাঙ্কিত মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করে রাজ্য সরকারের সংস্থা হিডকো।এই খবর সংবাদপত্রে প্রকাশিত হতেই ক্ষোভে ফেটে পড়লেন 'তিতুমীরের' গ্রাম হায়দারপুর-চাঁদপুর এবং 'তিতুমীরের' লড়াইস্হল নারকেলবেড়িয়া গ্রামের আপামর মানুষ।
শুক্রবার তারা একযোগে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর এ হেন সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানান।বীর স্বাধীনতা সংগ্রামী 'তিতুমীর' অবহেলিত।এ জিনিস তারা মেনে নিতে পারছেন না।যা মেনে নিতে পারছে না নারকেলবেড়িয়া গ্রামের শহীদ 'তিতুমীর' মিশন।মিশনের সম্পাদক রবিউল হক গত ৩০ মার্চ এই মর্মে প্রতিবাদ পত্র পাঠিয়েছেন,মুখ্যমন্ত্রী, রেলবিকাশ নিগম লিমিটেড, ডি এম উত্তর ২৪ পরগনা জেলা,হিডকো, বিডিও বাদুড়িয়া,সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধান,বাদুড়িয়া,ও স্বরূপনগরের বিধায়ক,রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং কংগ্রেসের প্রদেশ সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে।তিনি মিশন এবং উভয় গ্রামের আপামর মানুষের পক্ষ থেকে আবেদন জানিয়েছেন পূর্ব সিদ্ধান্ত অনুসারে পনর্বিবেচনার।
আর কিছু দিনের মধ্যে ২য় পর্যায়ে রুবি থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো চালু হবে।তার মধ্যে নিউটাউনের বক্স ব্রিজ থেকে চিনার পার্ক পর্যন্ত সাড়ে ১০কিলোমিটারে ৯টি স্টেশনের সম্ভাব্য যে নামকরণ প্রথম রেলবিকাশ নিগম লিমিটেড(আর ভি এন এল)করেছিল সেটা বদলানো হচ্ছে মুখ্যমন্ত্রীর পরামর্শে হিডকোর তরফে।তালিকায় ৮নং স্টেশন যা কিনা আটঘরা ন পাড়া এলাকায় অবস্হিত।তার নাম প্রস্তাবে ছিল'তিতুমীর'স্টেশন।যা পাল্টে নতুন নাম হচ্ছে 'সিটি সেন্টার'।
এই খবর ২৭মার্চ দৈনিক একটি সংবাদপত্রে প্রকাশিত হয়।যা দেখে ক্ষোভে ফেটে পড়েন নারকেলবেড়িয়া ও হায়দারপুর-চাঁদপুর গ্রাম। তিতুমীর' মিশন জেলা শাসককে দেওয়া প্রতিবাদ পত্রে উল্লেখ করে বলেছেন, স্বাধীনতা ও কৃষক আন্দোলনের প্রথম শহীদ'তিতুমীর'উত্তর ২৪ পরগনা জেলার গর্বিত সন্তান।যার জন্মস্থান জেলার বাদুড়িয়া থানার হায়দারপুর-চাঁদপুর।'তিতুমীরের' লড়াইস্হল বাদুড়িয়া থানার নারকেলবেড়িয়া গ্রাম। যাকে নিয়ে সমগ্ৰ রাজ্য ও জেলার আবেগ জড়িত।'তিতুমীর মিশনের পক্ষ থেকে শুক্রবার জানানো হয় পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী 'তিতুমীর'স্টেশন নাম পরিবর্তন করে 'সিটি সেন্টার'করা হলে'তিতুমীরের' দেখানো পথে উভয় গ্রামের মানুষদের সাথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।এভাবে রাজ্য তথা জেলার আবেগকে হত্যা করতে দেব না।
ছবি আছে।
We hate spam as much as you do