আজ পৌরসভায় ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচিতে অঞ্চলের প্রচুর পরিমাণে মহিলারা আসে। কারণ মহিলাদেরকেই বেশি জলের সমস্যার সম্মুখীন হতে হয়। প্রতি মুহূর্তে তাই কালকে যেভাবে পথ অবরোধ নেমেছিল মহিলারা আজও কিন্তু সেই একই ভাবে মহিলাদের জমায়েত ছিল কিন্তু দেখার মত।
পানিহাটিতে জলের দাবীতে বিক্ষোভে পুলিশের আচরনের প্রতিবাদে পৌরপ্রধানের কাছে ডেপুটেশন
২৪ এপ্রিল ২০২৩
গতকাল পানিহাটির ২৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুভাষ নগরের মানুষেরা জল বেহাল রাস্তা এবং বেহাল নিকাশি ব্যবস্থার দাবিতে বিক্ষোভের নামে। এই বিক্ষোভের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দফায় দফায় পথ অবরোধ করে যার মধ্যে দিয়ে পানিটি অঞ্চল বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এবং সেই বিক্ষোভকারীদের পথ অবরোধ পরিষ্কার করতে লাঠি চার্জ করতে হয়। জল রাস্তার দাবীতে বিক্ষোভ দেখাতে গিয়ে জল রাস্তার বদলে পুলিশের কাছ থেকে আন্দোলনকারীদের পেতে হয়েছে লাঠির আঘাত পেতে হয়। আন্দোলনকারীদের এরপরে ঠিক করে আজ পানিহাটি পৌরসভায় বিক্ষোভ এবং ডেপুটেশন দেবে, সেই মতে আজ পানিহাটি পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের সুভাষ নগর অঞ্চল এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষেরা আসে পানিহাটি পৌরসভায় সেখানে তারা বিক্ষোভ দেখায় এবং ডেপুটেশন দেয়। পৌর প্রধান মলয় রায় পৌর প্রধান পরিষদ সদস্য জল বিভাগের তীর্থঙ্কর ঘোষ সহ দপ্তর এবং রাস্তার উচ্চপদস্য আধিকারিকদেরকে নিয়ে পৌরসভায় চলে আলোচনা। পরে উঠে আসে সাত দিনের মধ্যে জলের সমস্যা মিটিয়ে দেবে পৌরসভা এবং ১৫ দিনের মধ্যে রাস্তার সংস্কারের কাজ করে দেবে।
এরপরেই আন্দোলনকারীরা বেরিয়ে আসে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয় যে আমরা দরকার হলে ২০ দিন অথবা ২৫ দিন দেখব। যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আবার তারা অবরোধে পথে আন্দোলনের পথে যাবে।
আজ পৌরসভায় ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচিতে অঞ্চলের প্রচুর পরিমাণে মহিলারা আসে। কারণ মহিলাদেরকেই বেশি জলের সমস্যার সম্মুখীন হতে হয়। প্রতি মুহূর্তে তাই কালকে যেভাবে পথ অবরোধ নেমেছিল মহিলারা আজও কিন্তু সেই একই ভাবে মহিলাদের জমায়েত ছিল কিন্তু দেখার মত।
We hate spam as much as you do