শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে আটক করা হয় প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে। কিন্তু কেন তাঁকে আটক করা হয়েছে সেই বিষয়ে কিছুই জানান হয়নি বলে দাবি নিরাপদর। এই ঘটনার প্রেক্ষিতে বাঁশদ্রোণী থানায় বিক্ষোভ শুরু করেন সিপিআইএম কর্মী সমর্থকেরা। অবলিম্বে নিরাপদ সর্দারকে মুক্তি দেওয়ারও আবেদন জানান তাঁরা। নিরাপদ সর্দারের অভিযোগ, এদিন সকাল ১০ নাগাদ পুলিশ তাঁর বাড়িতে যায়, এবং তাঁকে থানায় যাওয়ার কথা বলে। কিন্তু তিনি যখন জানতে চান কী কারণে তাঁকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, সেই বিষয়ে তাঁকে নির্দিষ্ট করে কোনও কারণ জানান হয়নি। এদিকে, শিবু হাজরার করা একটি অভিযোগের প্রেক্ষিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে একটি সূত্রে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু জানা যায়নি।
প্রাক্তন CPIM বিধায়ক নিরাপদ আটক, মীনাক্ষীদের বাধা সন্দেশখালিতে পুলিশি বাধা
Feb 11, 2024
সিপিআইএম-এর সন্দেশখালি অভিযানে বাধা। পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। ন্যাজাট ফেরিঘাটেই আটকে দেওয়া হল মীনাক্ষী মুখোপাধ্যায়দের। যার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। অন্যদিকে প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে আটকের প্রতিবাদে বাঁশদ্রোণী থানার সামনে বিক্ষোভ সিপিএম-এর।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই উত্তর উত্তপ্ত উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। সেখানে উত্তম সর্দার, শিবু হাজরা, শেখ শাহজাহানের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছেন স্থানীয় মহিলারা। ইতমধ্যেইকে উত্তম সর্দারকে দল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। কাপর গ্রেফতারও করা হয়েছে উত্তম সর্দারকে। আজ সন্দেশখালি যাওয়ারই কর্মসূচি নেয় সিপিআইএম। কিন্তু সিপিআইএম নেতা কর্মীরা ন্যাজাট ফেরি ঘাটে পৌঁছতেই তাঁদের আটকে দেওয়া হয় বলে অভিযোগ। যার জেরে পুলিশ কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় সিপিআইএম নেতা কর্মী সমর্থকদের।
অন্যদিকে শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে আটক করা হয় প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে। কিন্তু কেন তাঁকে আটক করা হয়েছে সেই বিষয়ে কিছুই জানান হয়নি বলে দাবি নিরাপদর। এই ঘটনার প্রেক্ষিতে বাঁশদ্রোণী থানায় বিক্ষোভ শুরু করেন সিপিআইএম কর্মী সমর্থকেরা। অবলিম্বে নিরাপদ সর্দারকে মুক্তি দেওয়ারও আবেদন জানান তাঁরা। নিরাপদ সর্দারের অভিযোগ, এদিন সকাল ১০ নাগাদ পুলিশ তাঁর বাড়িতে যায়, এবং তাঁকে থানায় যাওয়ার কথা বলে। কিন্তু তিনি যখন জানতে চান কী কারণে তাঁকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, সেই বিষয়ে তাঁকে নির্দিষ্ট করে কোনও কারণ জানান হয়নি। এদিকে, শিবু হাজরার করা একটি অভিযোগের প্রেক্ষিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে একটি সূত্রে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু জানা যায়নি।
মহিলাদের বিক্ষোভকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তপ্ত রয়েছে সন্দেশখালি। লাঠিসোঁটা, বাঁশ, ঝাঁটা নিয়ে রাস্তায় বেরিয়ে এসে আন্দোলন করতে দেখা যায় মহিলাদের। শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানকে লাগাতার গ্রেফতারের দাবি তুলতে থাকেন তাঁরা। চাষের জমি দখল করে তাতে ভেরি তৈরি, বা রাতবিরেতে মহিলাদের পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়ার মতো বিভিন্ন অভিযোগ উঠতে থাকে তাঁদের বিরুদ্ধে। এরই মাঝে গতকাল গ্রেফতার করা হয় আর উত্তম সর্দারকে।
সন্দেশখালি যেতে বাধা সিপিএম-কে। উত্তর ২৪ পরগনার ন্যাজটে পুলিশের বাধার মুখে পড়লেন বাম-নেতৃত্ব। পুলিশের ব্যারিকেড ভেঙেই এগিয়ে গেলন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়রা। ফেরি পাড় করে সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন তাঁরা। তবে, ফেরিঘাটের ফেরি চলাচল বন্ধ থাকায় ন্যাজটে আটকে যেতে হয় তাঁকে।
মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “এই ফেরিঘাটের মালিক কে কেউ জানে না। কয়েকদিন হল এখানে বিডিও দুজন ব্রিজ বসিয়েছে। ন্যাজটে ব্রিজ কেন বানাচ্ছে না। যাতে ওরা লুটে খেতে পারে।”
এ দিকে, ফেরিঘাট কেন বন্ধ তা নিয়ে পুলিশকে প্রশ্ন করা হলে তারা কোনও প্রতিক্রিয়া দেয়নি।
সিপিএম নেত্রী কনিনীকা বোস ঘোষ বলেন, “ফেরি চালাতে বলেছি। টিকিট কাউন্টার খুলতে হবেই। আমরা যেখানে যাব সেখানে তো ১৪৪ ধারা নেই। তাহলে ঘাট বন্ধ করেছে কেন? এখন পুলিশ সক্রিয় হয়েছে?”
কোনও নোটিস ছাড়াই ফেরি চলাচল বন্ধ করায় সমস্যায় সাধারণ মানুষ। একদিকে যেমন যাতায়াতে ভোগান্তি। তেমনই নোটিস ছাড়াই ফেরি বন্ধ করায় অসুবিধায় রোগীর পরিজনরাও। বামেদের দাবি, শুধুমাত্র তাদের আটকাতেই এই ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।
এ দিন প্রথমে পুলিশি ব্যারিকেড ভেঙে ন্যাজোট পৌঁছন মীনাক্ষীরা। তারপর ফেরিঘাট থেকে ফেরি ধরে সন্দেশখালি পৌঁছতে চান তাঁরা। অভিযোগ, ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।
আজও বাধার মুখে পড়তে হয় মীনাক্ষীদের। এরপর পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাম নেতৃত্ব।
বর্তমানে ১৪৪ ধারা জারি রয়েছে সন্দেশখালিতে।
We hate spam as much as you do