Tranding

12:25 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / স্বরূপনগরের দুঃস্থ পরিবারের অঙ্কন NEET পরীক্ষায় উত্তীর্ণ ওকে সম্বর্ধণা

স্বরূপনগরের দুঃস্থ পরিবারের অঙ্কন NEET পরীক্ষায় উত্তীর্ণ ওকে সম্বর্ধণা

সোমবার বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডাঃ হোসেন মেহেদী রহমান এই কৃতী ও মেধাবী ছাত্র অঙ্কন মন্ডলের হাতে উপহার সামগ্রী ও আর্থিক সাহায্য তুলে দিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ।

স্বরূপনগরের দুঃস্থ পরিবারের অঙ্কন NEET পরীক্ষায় উত্তীর্ণ ওকে সম্বর্ধণা

স্বরূপনগরের দুঃস্থ পরিবারের অঙ্কন NEET পরীক্ষায় উত্তীর্ণ ওকে সম্বর্ধণা

7 আগস্ট 2025

স্বরূপনগর থানা এলাকার পলতা গ্রামের বাসিন্দা অঙ্কন মন্ডল এ বছর নিট পরীক্ষায় সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় (NEET) ৮১০ রাঙ্ক করে । ছোট থেকে অত্যন্ত মেধাবী এবং দুস্থ পরিবারের এই ছাত্রটি মাননীয় পুলিশ সুপারের কাছে ডাক্তারি পড়ার জন্য আর্থিক সাহায্য চেয়ে আবেদন করে। 


সোমবার বসিরহাট পুলিশ জেলার  পুলিশ সুপার ডাঃ হোসেন মেহেদী রহমান এই  কৃতী ও মেধাবী ছাত্র অঙ্কন মন্ডলের হাতে উপহার সামগ্রী ও আর্থিক সাহায্য তুলে দিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ।


ডি এস পি হেড কোয়ার্টারস দীপাঞ্জন চ্যাটার্জী ও অন্যান্য পুলিশ অধিকারীকগণ। অংকনের আগামী দিনের জন্য শুভেচ্ছা থাকলো।

Your Opinion

We hate spam as much as you do