বারাকপুরের বাম ছাত্র সংগঠনের সদস্যরা যারা রেড ভলান্টিয়ার্স তাদের উদ্যোগে বারাকপুরের কালিয়ানিবাশে একটি অক্সিজেন পার্লার এবং অক্সিজেন পরিষেবা কেন্দ্র উদ্বোধন হল।
বারাকপুরে অক্সিজেন পার্লার চালু হল
রেড ভলান্টিয়ার্সরা মানুষের সেবায় এক সর্বজনবিদিত ঘটনা। মুলত বামপন্থী ছাত্র যুবকদের উদ্যোগে এই করোনা পরিষেবার কাজ যা গোটা দেশের নজর কেড়েছে । তারই অঙ্গ স্বরুপ বারাকপুরের বাম ছাত্র সংগঠনের সদস্যরা যারা রেড ভলান্টিয়ার্স তাদের উদ্যোগে বারাকপুরের কালিয়ানিবাশে একটি অক্সিজেন পার্লার এবং অক্সিজেন পরিষেবা কেন্দ্র উদ্বোধন হল। উদ্বোধন করলেন সিপিআইএমের নেতা পলাশ দাশ এবং এসএফআই এর পূর্বতন সম্পাদক দেবজ্যোতি দাস । প্রাক্তন বাম সাংসদ তড়িৎ তোপদার এবং প্রাক্তন বিধায়ক ও বিশিষ্ট চিকিত্সক ডাঃকে ডি ঘোষ। ডাঃ ঘোষের বক্তব্য এই ধরনের পার্লার অবশ্যই এলাকায় চিকিত্সা সুবিধার্থে বিশেষ প্রয়োজনীয় । সাধারন মানুষ উপকৃত হবেন।
We hate spam as much as you do