Tranding

03:28 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / দমদমে শ্রমিক নেতা মনা দাস স্মারক বক্তৃতায় সেলিম! বামপন্থী ছাত্র-যুবদের ধর্ম  দিয়ে ভাগ করা যায় না পুলিশ গুন্ডাদের ভয় নেই

দমদমে শ্রমিক নেতা মনা দাস স্মারক বক্তৃতায় সেলিম! বামপন্থী ছাত্র-যুবদের ধর্ম  দিয়ে ভাগ করা যায় না পুলিশ গুন্ডাদের ভয় নেই

রাজ‍্যে মন্ত্রী থেকে আমলা  উপাচার্য জেলে। মারাত্মক অভিযোগে জনগন অবাক হচ্ছেন। দেশ রাজ‍্যে সাধারণ মানুষের জন‍্য লাল ঝান্ডাই ভরসা বলে সেলিম উল্লেখ করেন। গত ২০শে সেপ্টেম্বরের ছাত্র যুব সমাবেশের কথা উল্লেখ করে সেলিম বলেন ছাত্র যুবরা রাস্তায় নেমেছে। পুলিশকে আমরা বলছি চোর ধরো জেল ভরো। 

দমদমে শ্রমিক নেতা মনা দাস স্মারক বক্তৃতায় সেলিম! বামপন্থী ছাত্র-যুবদের ধর্ম  দিয়ে ভাগ করা যায় না পুলিশ গুন্ডাদের ভয় নেই

দমদমে শ্রমিক নেতা মনা দাস স্মারক বক্তৃতায় সেলিম! বামপন্থী ছাত্র-যুবদের ধর্ম  দিয়ে ভাগ করা যায় না পুলিশ গুন্ডাদের ভয় নেই

 

গতকাল দক্ষিন দমদমে প্রয়াত কমিউনিস্ট নেতা ও দক্ষিন দমদমের প্রাক্তন চেয়ারম্যান দীনেন্দ্রভূষন দাস ওরফে মনা দাসের স্মারক বক্তৃতা "কোন পথে রাজ‍্য ও দেশ" বিষয়ে আলোচনা সভা জনসভায় পরিনত হয়। মহঃ সেলিম ছাড়াও বক্তব্য রাখেন সিপিআইএম কেন্দ্রীয় নেতা আভাস রায় চৌধুরী, রাজ‍্যের নেতা পলাশ দাশ সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ। বক্তারা দেশজুড়ে সাম্প্রদায়িক শক্তির 
রাজ‍্যে মন্ত্রী থেকে আমলা  উপাচার্য জেলে। মারাত্মক অভিযোগে জনগন অবাক হচ্ছেন। দেশ রাজ‍্যে সাধারণ মানুষের জন‍্য লাল ঝান্ডাই ভরসা বলে সেলিম উল্লেখ করেন। গত ২০শে সেপ্টেম্বরের ছাত্র যুব সমাবেশের কথা উল্লেখ করে সেলিম বলেন ছাত্র যুবরা রাস্তায় নেমেছে। পুলিশকে আমরা বলছি চোর ধরো জেল ভরো। 
প্রাক্তন স্বাধীনতা সংগ্রামী ও শ্রমিক নেতা মনা দাশের লড়াইয়ের অবদান উল্লেখ করেন বক্তারা। 

 

Your Opinion

We hate spam as much as you do