Tranding

11:20 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / রিলায়েন্স জুটমিলে লক আউটে কর্মহীন ৪ হাজার মানুষ! ক্ষোভ আছড়ে পড়ল রেললাইনে…

রিলায়েন্স জুটমিলে লক আউটে কর্মহীন ৪ হাজার মানুষ! ক্ষোভ আছড়ে পড়ল রেললাইনে…

বৃহস্পতিবার সকালে কাজে গিয়ে শ্রমিকরা দেখেন কারখানার গেটে ‘সাসপেনশন অফ ওয়ার্কের’ নোটিস ঝুলছে। প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। মালিকপক্ষ কোনওরকম আলোচনা ছাড়াই কীভাবে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন? একে লকডাউন পরিস্থিতিতে দীর্ঘদিন কাজ ছিল না তাঁদের। পরিস্থিতি অত্যন্ত খারাপ ছিল।

রিলায়েন্স জুটমিলে লক আউটে কর্মহীন ৪ হাজার মানুষ! ক্ষোভ আছড়ে পড়ল রেললাইনে…

রিলায়েন্স জুটমিলে লক আউটে কর্মহীন ৪ হাজার মানুষ! ক্ষোভ আছড়ে পড়ল রেললাইনে…


 শ্রমিকদের  ক্ষোভ আছড়ে পড়ে রেললাইনের ওপর। কাঁকিনাড়া স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ব্যস্ত সময়ে আটকে পড়ে ট্রেন।
 

উত্তর ২৪ পরগনা: বন্ধ হয়ে গেল ভাটপাড়া রিলায়েন্স জুটমিল। এক লহমায় বেকার হলেন চার হাজার শ্রমিক। ক্ষুব্ধ শ্রমিকরা মিল খোলার দাবিতে কাঁকিনাড়া স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখালেন, বিক্ষোভ তুলতে লাঠিচার্জ করল পুলিশ, হল এক প্রস্থ ধস্তাধস্তি- সব মিলিয়ে বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত থাকলে কাঁকিনাড়া স্টেশন। এর জেরে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল। পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভ তুলে দেওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল।

বৃহস্পতিবার সকালে কাজে গিয়ে শ্রমিকরা দেখেন কারখানার গেটে ‘সাসপেনশন অফ ওয়ার্কের’ নোটিস ঝুলছে। প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। মালিকপক্ষ কোনওরকম আলোচনা ছাড়াই কীভাবে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন? একে লকডাউন পরিস্থিতিতে দীর্ঘদিন কাজ ছিল না তাঁদের। পরিস্থিতি অত্যন্ত খারাপ ছিল। শ্রমিকদের বক্তব্য, আলোচনার মাধ্যমে কোনও এক সমাধান সূত্র বার করা যেত। কিন্তু সেটা না করেই কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।


শ্রমিকদের  ক্ষোভ আছড়ে পড়ে রেললাইনের ওপর। কাঁকিনাড়া স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ব্যস্ত সময়ে আটকে পড়ে ট্রেন। লাইনে নেমে স্লোগান দিতে থাকেন শ্রমিকরা। প্রথমে নিত্যযাত্রীদের একাংশ তাঁদের বোঝানোর চেষ্টা করেন।কারণ তাঁদেরও কাজে যেতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। কিন্তু তাতে কাজ হয় না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ।


 শ্রমিকদের অভিযোগ, তিন বছরের মিলটি এখনও পর্যন্ত মাত্র সাত থেকে আট মাস চলেছে । কোনও দাবিদাওয়া চাইলেই মিল বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় । বুধবার সাধারণতন্ত্র দিবসের ছুটি উপলক্ষে মিল বন্ধ ছিল ৷ আজ সকালে কাজে এসে দেখা যায় গেটে কাজ বন্ধের নোটিস দেওয়া হয়েছে । এখানকার সব মিলে পাট আসছে । এই মিল সেখানে বলছে পাট আসছে না । পুলিশ দিয়ে বারবার শ্রমিকদের ভয় দেখিয়ে আন্দোলন থেকে বিরত রাখে কর্তৃপক্ষ ।

 

শ্রমিকরা বৃহস্পতিবারও নোটিসে পাট না থাকার যুক্তি ছাড়াও শ্রমিকদের অসন্তোষ দেখিয়ে মিলটি বন্ধ করা হয়েছে । এর ফলে মিলের সঙ্গে জড়িত প্রায় চার হাজার পরিবার বিপাকে । মিলের গেটে পুলিশ পিকেটিং বসানো হয়েছে । যদিও এই বিষয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে কর্তব্যরত সিকিউরিটি জানায় কর্তৃপক্ষ ছুটিতে রয়েছে ।

 

Your Opinion

We hate spam as much as you do