Tranding

02:51 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / আজ প্রয়ান দিবসে কনক মুখোপাধ্যায়কে স্মরণ।

আজ প্রয়ান দিবসে কনক মুখোপাধ্যায়কে স্মরণ।

আজ ৯ই মার্চ বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, কবি, সাহিত্যিক, প্রগতিশীল  নারী আন্দোলনের অন্যতম পুরোধা, সর্বোপরি নারী ও শিশু কল্যান সংস্থার অন্যতম প্রধান কারিগর কনক মুখার্জীর আজ প্রয়ান দিবস পালিত হল

আজ প্রয়ান দিবসে কনক মুখোপাধ্যায়কে স্মরণ।

আজ ৯ই মার্চ বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, কবি, সাহিত্যিক, প্রগতিশীল  নারী আন্দোলনের অন্যতম পুরোধা, সর্বোপরি নারী ও শিশু কল্যান সংস্থার অন্যতম প্রধান কারিগর কনক মুখার্জীর আজ প্রয়ান দিবস।
এই উপলক্ষে পশ্চিমবঙ্গ নারী ও শিশু কল্যান সংস্থার পক্ষ থেকে পঙ্কজ আচার্য স্মৃতি ভবনে আজ এক স্মরণ সভার আয়োজন করা হয়। এই স্মরণ সভায় বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী, বিশিষ্ট সমাজসেবী এবং কনক মুখার্জী জন্ম শতবর্ষ উদযাপন কমিটির সম্পাদিকা   রেখা গোস্বামী,  আই.এস.আই-এর প্রাক্তন অধ্যাপক ও বিশিষ্ট গবেষক অতীশ দাশগুপ্ত, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য দপ্তরের প্রাক্তন আধিকারিক মন্দিরা ঘোষাল। সভা পরিচালনা করেন কনক মুখার্জী শতবর্ষ উদযাপন কমিটির সভানেত্রী অপর্ণা গুপ্ত। উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপিকা সবিতা চৌধুরী সহ আরও বিশিষ্ট মানুষেরা।  সভা পরিচালনা করেন নারী ও শিশু কল্যান সংস্থার সভানেত্রী অপর্ণা গুপ্ত।
কনক মুখার্জী স্মরণে গতকাল একটি স্বাক্ষরতা কেন্দ্রের উদ্বোধনও করা হয়েছে। উল্লেখ্য এই যে, এই বছরটি কনক মুখার্জীর জন্ম শতবর্ষও উদযাপিত হচ্ছে। বছরব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হবে মহীয়সী কনক মুখার্জীকে। 

এছাড়া গতকাল সন্ধ্যায় গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে সল্টলেক এফ. ই. ব্লকে প্রয়াত কনক মুখার্জীর জন্মশতবর্ষ উদযাপনের মধ্যে দিয়ে পালন করা হয় আন্তর্জাতিক শ্রমজীবী মহিলা দিবস। উপস্থিত ছিলেন রমলা চক্রবর্তী, বনবাণী ভট্টাচার্য্য, অপর্ণা গুপ্ত, শিপ্রা বসু, ড. অসীম দাশগুপ্ত, শ্যামলী দাশগুপ্ত, রীনা দেব প্রমুখ। ব্লকের আবাসিকদের মধ্যে সুতপা ভট্টাচার্য্য, শুভ্রা রায়চৌধূরী, বিভা রায় চৌধূরী  প্রমুখ বেশ কয়েকজন অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া কনক মুখার্জী রচিত কবিতা আবৃত্তি করে শোনান এক নবসাক্ষর। সব শেষে মহিলা সমিতির সদস্যবৃন্দ একটি মনোজ্ঞ গীতি আলেখ্য পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভ্রা সেনগুপ্ত। অনুষ্ঠানের সূচনায় পিপলস্ রিলিফ কমিটির প্রতিনিধির হাতে বিধাননগর মহিলা সমিতির পক্ষ থেকে তুলে দেওয়া হয় আড়াই লক্ষ টাকার একটি চেক।

Your Opinion

We hate spam as much as you do