Tranding

01:42 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / রাতে হিঙ্গলগঞ্জে পরপর বিস্ফোরণ! মৃত এক, হাত উড়ল আরেক যুবকের

রাতে হিঙ্গলগঞ্জে পরপর বিস্ফোরণ! মৃত এক, হাত উড়ল আরেক যুবকের

গভীর রাতে বিকট শব্দে আচমকা কেঁপে ওঠে গোটা এলাকা। কেউ কিছু বোঝার আগেই কয়েক মুহূর্তের ব্যবধানে পরপর বিস্ফোরণ হতে থাকে। হিঙ্গলগঞ্জের সান্ডেরেলবিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া গ্রামের এই ঘটনায় যে যুবক মারা গেছেন, তাঁর নাম-পরিচয় এখনও জানা যায়নি। হাত খুইয়েছেন সুজন গাজি। তবে ঘটনার পর থেকেই নিখোঁজ তিনি। আরও অনেকে জখম হয়েছেন বলে অনুমান পুলিশের, বাড়তে পারে মৃত্যুও।

রাতে হিঙ্গলগঞ্জে পরপর বিস্ফোরণ! মৃত এক, হাত উড়ল আরেক যুবকের

রাতে হিঙ্গলগঞ্জে পরপর বিস্ফোরণ! মৃত এক, হাত উড়ল আরেক যুবকের

 

বসিরহাটের হিঙ্গলগঞ্জ এলাকায় রাতভর চূড়ান্ত আতঙ্ক। একের পর এক বোমা বিস্ফোরণের (Basirhat Blast) খবর মিলেছে। জানা গেছে, মৃত্যুও হয়েছে এক যুবকের, হাত উড়ে গেছে আরেক জনের। আহত আরও কয়েকজন। বাঁকড়া গ্রামের এই ভয়ানক ঘটনায় পুলিশ জানিয়েছে, বোমা বাঁধতে গিয়েই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে খবর মিলেছে।


জানা গেছে, গভীর রাতে বিকট শব্দে আচমকা কেঁপে ওঠে গোটা এলাকা। কেউ কিছু বোঝার আগেই কয়েক মুহূর্তের ব্যবধানে পরপর বিস্ফোরণ হতে থাকে। হিঙ্গলগঞ্জের সান্ডেরেলবিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া গ্রামের এই ঘটনায় যে যুবক মারা গেছেন, তাঁর নাম-পরিচয় এখনও জানা যায়নি। হাত খুইয়েছেন সুজন গাজি। তবে ঘটনার পর থেকেই নিখোঁজ তিনি। আরও অনেকে জখম হয়েছেন বলে অনুমান পুলিশের, বাড়তে পারে মৃত্যুও।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গ্রামের একটি বাড়িতে বোমা তৈরির কাজ চলছিল। বোমা এবং বোমা বাঁধার মশলা ভর্তি ছিল সেখানে। বিস্ফোরণ হয় আচমকা। মনে করা হচ্ছে, একটি বোমা কোনওভাবে ফেটে যেতেই বিপর্যয় ঘটে। কিন্তু প্রথম বোমাটি কীভাবে ফাটল, এখনও কিছুই বোঝা যায়নি।

 

Your Opinion

We hate spam as much as you do