সিপিআইএম কর্মীরাই বলছেন, নজরদারিতে মোতায়েন পুলিশ কর্তারা মীনাক্ষী ছাড়া কাউকে চিনতেনই না। আর সেটাকেই কাজে লাগান মীনাক্ষী। তাঁদের ভিড়ের মাঝেই মুখে একটা সাদা ওড়না চাপিয়ে নৌকয় উঠে পড়েন। একেবারে পুলিশের সামনে দিয়েই। পুলিশ চিনতেই পারল না। সন্দেশখালিতে পা রাখেন DYFIএর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়।
কৌশলে বাধা কাটিয়ে সন্দেশখালিতে মীনাক্ষীর সাথে যুবরা, লাল ঝান্ডা উড়ল
Feb 24, 2024
অগ্নিযুগের বিপ্লবীরা কিভাবে পুলিশি বাধা কাটাতেন কিভাবে নিজের গন্তব্যস্থলে পৌঁছে যেতেন। তারই একটা উদাহরণ দেখা গেল আজ সন্দেশখালিতে। যুব নেতৃত্ব মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে যুবদল এবং তার সাথে সিপিআইএমের রাজ্য নেতৃত্ব পলাশ দাস সহ অন্যান্যরা পৌঁছে গেলেন সন্দেশখালি তে পুলিশের কড়া অবস্থান এবং বাধা ১৪৪ ধারা সবকিছু কাটিয়ে সন্দেশখালি নির্যাতিতদের ঘরে মীনাক্ষীর কথা হলো
সাদা ওড়নায় মুখ ঢাকা। এই একটাই স্ট্র্যাটেজি! সন্দেশখালিতে ঢোকার মুখে দুঁদে পুলিশ কর্তাদের কড়া নজরদারিকেও ঘোল খাইয়ে দিল স্রেফ একটা ওড়না। ফেরিঘাটে যাওয়ার আগেই সাদা ওড়না দিয়ে মুখ ঢেকেছিলেন মীনাক্ষী। আর তাঁর সঙ্গে সিপিআইএমের নেতারা। সিপিআইএম কর্মীরাই বলছেন, নজরদারিতে মোতায়েন পুলিশ কর্তারা মীনাক্ষী ছাড়া কাউকে চিনতেনই না। আর সেটাকেই কাজে লাগান মীনাক্ষী। তাঁদের ভিড়ের মাঝেই মুখে একটা সাদা ওড়না চাপিয়ে নৌকয় উঠে পড়েন। একেবারে পুলিশের সামনে দিয়েই। পুলিশ চিনতেই পারল না। সন্দেশখালিতে পা রাখেন DYFIএর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়।
মীনাক্ষী সন্দেশখালিতে পা দিচ্ছেন, এখবর আগেই ছিল সন্দেশখালির সিপিআইএম কর্মী সমর্থকদের। তাই শনিবার থেকেই সেখানে উড়ল সিপিআইএমের পতাকা। ২০১১ সালের পর এই প্রথম। সন্দেশখালির মাটিতে ফের উড়ল সিপিএমের পতাকা। জেলিয়াখালি, দুর্গামণ্ডপ, খুলনা-সহ একাধিক এলাকায় পতাকা উড়িয়ে মাঠে থাকার কথা জানান দিলেন বাম কর্মী সমর্থকরা।
সিপিআইএম কর্মীদের অভিযোগ, রাজ্যে পরিবর্তনের পর সন্দেশখালিতে মিটিং-মিছিল তো দূর। পতাকা তুললেই বাম কর্মীদের আক্রমণ করত শেখ শাহজাহানের অনুগামীরা। সন্দেশখালির আন্দোলনের হাত ধরে সেই ছবিরই বদল দেখা দিল শনিবার।
টোটোয় চেপে গ্রামে ঘুরছেন মীনাক্ষী। আগেরবার চেষ্টা করেছিলেন গ্রামে ঢোকার। কিন্তু ন্যাজাটের কাছে পুলিশি বাধার মুখে পড়েন। ফিরে আসতে বাধ্য হন মীনাক্ষী। এদিন বাড়ি বাড়ি ঘুরে নির্যাতিতাদের সঙ্গে কথা বলেন। পুলিশ যাতে কোনওভাবে আটকাতে না পারে, তার জন্য রীতিমতো ঘুরপথে সন্দেশখালিতে এসে পৌঁছন। মীনাক্ষীর স্ট্র্যাটেজিতে রীতিমতো পুলিশ অবাক ! পাত্রপাড়া, পুকুরপাড়ায় ঘুরেছেন মীনাক্ষী।
We hate spam as much as you do