Tranding

11:22 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / ৬ই জুন সমাবেশের প্রচারে শাসনে সিপিএম কর্মীদের ওপর তৃণমূলের আক্রমণে আহত ৯

৬ই জুন সমাবেশের প্রচারে শাসনে সিপিএম কর্মীদের ওপর তৃণমূলের আক্রমণে আহত ৯

আজ সকালে শাসনের কৃষ্ণমাটি এলাকায় দলীয় পতাকা টানাচ্ছিল সিপিএম কর্মীরা। অভিযোগ সেসময় আচমকা বাঁশ, লাঠি নিয়ে তাদের উপর হামলা করে তৃণমূলের গুন্ডাবাহিনী।সিপিএমের দাবি , এই হামলায় প্রায় ৭ জন গুরুতর ভাবে আহত হয়েছে। তাদের বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

৬ই জুন সমাবেশের প্রচারে শাসনে সিপিএম কর্মীদের ওপর তৃণমূলের আক্রমণে আহত ৯

৬ই জুন সমাবেশের প্রচারে শাসনে সিপিএম কর্মীদের ওপর তৃণমূলের আক্রমণে আহত ৯


জুন ০৪, ২০২৩

৬ই জুন বারাসাতে সিপিএম উত্তর ২৪ পরগনা জেলার সমাবেশকে কেন্দ্র করে জেলা রাজনীতি যথেষ্ট উত্তপ্ত। প্রশসন সভার অনুমতি দিয়েও অকারনে অনুমতি ফিরিয়ে নিয়েছে বলে অভিযোগ। এদিকে এই সমাবেশের প্রচারে সারা জেলায় মিটিং মিছিল লাল ঝান্ডা লাগানোর কর্মসুচী চলছে। 


এই সমাবেশের প্রচার ও পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসতেই ফের উত্তপ্ত শাসন। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বাম-তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হলো গোটা এলাকা। বাঁশ, লাঠি নিয়ে সিপিএম কর্মীদের তুমুল আক্রমণ করলো  তৃণমূল পরিচয়ের কিছু লোক । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী।

 

স্থানীয় সূত্রে জানা গেছে , আজ সকালে শাসনের কৃষ্ণমাটি এলাকায় দলীয় পতাকা টানাচ্ছিল সিপিএম কর্মীরা। অভিযোগ সেসময় আচমকা বাঁশ, লাঠি নিয়ে তাদের উপর হামলা করে তৃণমূলের গুন্ডাবাহিনী।সিপিএমের দাবি , এই হামলায় প্রায় ৭ জন গুরুতর ভাবে আহত হয়েছে। তাদের বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। 
 

 

অন্যদিকে তৃণমূলের দাবি , ঝান্ডা বাধার সময় তাদের কর্মীদের দেখে চোর চোর স্লোগান দেয় সিপিএম। তারপরেই উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। এরমধ্যেই সিপিএম কর্মীরা আচমকা তাদের উপর হামলা করে। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কৃষ্ণমাটি এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শাসন থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে এজে দুই পক্ষকেই পুলিশ সরিয়ে দেয়। পরিস্থিতি পুনরায় উত্তপ্ত হওয়ার আশঙ্কায় ঘটনাস্থলে বসানো হয়েছে পুলিশ পিকেটিং।

Your Opinion

We hate spam as much as you do