ওয়েস্টবেঙ্গল এবং সিকিমের সিলেকসন চলাকালীন সুইটি রাজপথে দ্বিতীয় স্হান অধিকার করে এবং ইজাজুলও গার্ড অব অনারে দ্বিতীয় স্হান অধিকার করে। ২৬জানুয়ারি দিল্লির রাজপথে আয়োজিত কুচকাওয়াজে অংশ নিতে দেখা যাবে সুইটিকে। আর ২৬ জানুয়ারি দেশের প্রধানমন্ত্রীর র্যালিতে গার্ড অব অনারে থাকবে ইজাজুল।
বসিরহাটের NCC সুইটি, ইজাজুল দিল্লীর কুছকাওয়াজে অংশ নিচ্ছে, খুশির খবর
newscopes.in
নিজস্ব সংবাদদাতা:বসিরহাট, ২৫ জানুয়ারি- ২৬জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপিত হতে চলেছে ভারতে।খুশির হাওয়া বইতে শুরু করেছে বসিরহাট কলেজের এন সি সি ইউনিটের ছাত্র ছাত্রীদের মধ্যে।তারা গর্বিত।হঠাৎ কেন এই গর্ব অনুভব? মঙ্গলবার ইউনিটের ছাত্র ছাত্রীরা জানায় তাদেরই সহপাঠী অর্থাৎ বসিরহাট কলেজ এন সি সি ইউনিটের সুইটি শীল ও ইজাজুল হককে বুধবার দেখা দিল্লিতে রিপাবলিক ডে'র কুচকাওয়াজে অংশ নিতে। সে কারনেই আমরা গর্বিত। এদিন তারা জানায়, ইতিমধ্যে সুইটি এবং ইজাজুল পশ্চিমবঙ্গ এবং সিকিম ডাইরেক্টরেট থেকে দিল্লিতে পৌঁছে গিয়েছে।
ওয়েস্টবেঙ্গল এবং সিকিমের সিলেকসন চলাকালীন সুইটি রাজপথে দ্বিতীয় স্হান অধিকার করে এবং ইজাজুলও গার্ড অব অনারে দ্বিতীয় স্হান অধিকার করে। ২৬জানুয়ারি দিল্লির রাজপথে আয়োজিত কুচকাওয়াজে অংশ নিতে দেখা যাবে সুইটিকে। আর ২৬ জানুয়ারি দেশের প্রধানমন্ত্রীর র্যালিতে গার্ড অব অনারে থাকবে ইজাজুল।
ইজাজুল হক পিতা আকরামুল হক।বসিরহাট মহকুমার মাটিয়া থানার গাড়াকুপির ঝুরুলি গ্রামে বাড়ি।সুইটি শীল পিতা অরুণ শীল। বাদুড়িয়া থানার রথতলার বাসিন্দা।মহকুমার দক্ষিণ প্রান্তে ঝুরুলি এবং উত্তর প্রান্তে রথতলা গ্রামে হক ও শীল পরিবারেও মাঘের হিমেল হাওয়া আর খুশির হাওয়া মিলেমিশে একাকার। অধীর আগ্রহে সবাই। বুধবারের সকাল যেন এক অন্য সকাল।উভয় পরিবার টিভির পর্দায় চোখ রাখতে স্বাভাবিকভাবেই একটু অন্যরকম আর পাঁচটা দিনের চাইতে।নেটদুনিয়ায় ব্যস্ত জীবন।হারিয়েছে খেলার মাঠ।স্কুল কলেজে এন সি সি, স্কাউট বিমুখ ছাত্রছাত্রীরা।তথাপি সুইটি, ইজাজুলের এন সি সি আঙিনায় প্রবেশ এবং সেখান থেকে প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে অংশগ্রহণ।উভয়েরই গ্রামের প্রতিবেশী,পরিজন তারাও খুশি ভাগ করে নিতে ব্যস্ত একে অপরের মধ্যে।
We hate spam as much as you do