Tranding

11:22 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / ডানলপ ট্রাফিক গার্ড এর সবুজের অভিযান 

ডানলপ ট্রাফিক গার্ড এর সবুজের অভিযান 

প্রত্যেক বছরের মতো এ বছরও ডানলপ ট্রাফিক গার্ড এর উদ্যোগে বনজ উৎসব পালন করা হয় এবং সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন ওসি ট্রাফিক ডানলপ

ডানলপ ট্রাফিক গার্ড এর সবুজের অভিযান 

ডানলপ ট্রাফিক গার্ড এর সবুজের অভিযান 

ডানলপ সাব ট্রাফিক গার্ড এর উদ্যোগে সবুজের অভিযান বনজ উৎসব পালন করা হলো p.w.d. রোডের আলমবাজার ডানলপ সাব ট্রাফিক গার্ডের অফিসের সামনে গাছ লাগিয়ে বনজ উৎসবের সূচনা করলেন ডিসি ট্রাফিক সন্দীপ কারার এবং উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক প্রিয়ব্রত বকশি এবং বরানগর থানার আইসি দেবাশীষ পাহাড়ি প্রত্যেক বছরের মতো এ বছরও ডানলপ ট্রাফিক গার্ড এর উদ্যোগে বনজ উৎসব পালন করা হয় এবং সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন ওসি ট্রাফিক ডানলপ রামপ্রসাদ মন্ডল এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি টি পালন করা হয় এবং ডিসি ট্রাফিক সন্দীপ কারার জানান এই আবহাওয়া গাছ লাগানোর পক্ষে অতি সুন্দর পরিবেশ বৃষ্টিতে গাছ বড় হয়ে উঠতে সাহায্য করবে এবং পি ডব্লিউ ডি রোড যে জায়গা আছে সেখানে আরও গাছ লাগানো হবে পরিবেশ রক্ষার জন্য আজকে এই গাছ লাগানো এবং গাছকে রক্ষা করা খুব প্রয়োজন ওসি ট্রাফিক রামপ্রসাদ মন্ডল জানান রাজ্য সরকারের সহযোগিতা আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারের উৎসাহ এবং সহযোগিতা পরিবেশ রক্ষার জন্য যেভাবে দূষণ বাড়ছে সেই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এই গাছ লাগানো কর্মসূচি নেওয়া হয়েছে এবং আজ তার সূচনা করা হলো আমরা পি ডব্লিউ ডি রাস্তার পাশে হাইওয়ের উপরে গাছ লাগাব।

Your Opinion

We hate spam as much as you do