এই সহায়তা কেন্দ্রে প্রাথমিক ভাবে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী দের একেবারে বিনামূল্যে পড়ানোর কাজ শুরু হয়েছে। ধাপে ধাপে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হবে এই সহায়তা কেন্দ্রে
UCRC সামাজিক ন্যায় মঞ্চের উদ্যোগে ছাত্র সহায়তা কেন্দ্রে শতাধিক ছাত্রছাত্রীর ভিড়।
নিজস্ব সংবাদদাতা, হাবড়াঃ
বাংলা ভাগের পর স্বাধীন দেশের বাস্তুহারাদের হাহাকারে প্রথম পাশে দাঁড়িয়েছিল সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ। সে সময় এক নিরবচ্ছিন্ন লড়াই। বাহাত্তর বছর আগে পশ্চিমবঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠন UCRC. সেই সঙ্গে সামাজিক ন্যায় মঞ্চ, হাবড়া অঞ্চলের উদ্যোগে আজ থেকে হাবড়াতে শুরু হলো ছাত্র সহায়তা কেন্দ্র।
বিদ্যালয় বন্ধ। হাজার হাজার ছেলে মেয়ে স্বাভাবিক সময়ে যাদের স্কুলে পাঠানো যায় না এই বন্ধের সময় তারা স্কুল ছুট। একেকজন নানা কাজে যুক্ত হয়েছে। এখুনি শিক্ষা প্রতিষ্টান না খুললে আরো ব্যাপক সংখ্যক ছাত্র ছাত্রী স্কুল ছুট হয়ে যাবে।
এই সহায়তা কেন্দ্রে প্রাথমিক ভাবে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী দের একেবারে বিনামূল্যে পড়ানোর কাজ শুরু হয়েছে। ধাপে ধাপে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হবে এই সহায়তা কেন্দ্রে। হাবড়ার বানীপুরে আজ এই সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউসিআরসি-র হাবড়া জোনের সম্পাদক গোবিন্দ চক্রবর্তী।
উপস্থিত ছিলেন প্রসেনজিৎ দত্ত, মুরারী মোহন পালিত, কালীকৃষ্ণ রায়, মনোজ বিশ্বাস সহ স্থানীয় নেতৃবৃন্দ। আজকে এই সহায়তা কেন্দ্রের উদ্বোধন কে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহ ছিলো চোখে পড়বার মতো। শতাধিক ছাত্র ছাত্রী উপস্থিত হয়েছিলেন আজকে এই সহায়তা কেন্দ্রে।
ছবিঃ সুস্মিত দাস
We hate spam as much as you do