Tranding

11:22 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / টাকি পুরসভায় গোষ্ঠী কোন্দল! একসাথে পাঁচ TMC কাউন্সিলরের পদত্যাগ

টাকি পুরসভায় গোষ্ঠী কোন্দল! একসাথে পাঁচ TMC কাউন্সিলরের পদত্যাগ

তাঁদের অভিযোগ, টাকি পুরসভা এলাকায় ভাইস চেয়ারম্যান ফারুক গাজি কাজ করতে বাধা সৃষ্টি করেন। এর প্রতিবাদ করলে ভয় দেখানো এমনকি মারধর করা হয়েছে বলে অভিযোগ তাঁদের। পুরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজির বিরুদ্ধে সরব হয়েই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে জানান তাঁরা।

টাকি পুরসভায় গোষ্ঠী কোন্দল! একসাথে পাঁচ  TMC  কাউন্সিলরের পদত্যাগ

টাকি পুরসভায় গোষ্ঠী কোন্দল! একসাথে পাঁচ  TMC  কাউন্সিলরের পদত্যাগ

23 Aug 2023,

গতকাল Taki Municipality পাঁচজন তৃণমূল  কাউন্সিলর পদত্যাগ করলেন। পুরসভার ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলে এদিন পদত্যাগ করেন তৃণমূল কাউন্সিলররা। ভাইস চেয়ারম্যান ফারুক গাজি মারধর করা এবং ভয় দেখানোর অভিযোগ রয়েছে তাঁদের।

এমতাবস্থায় টাকি পুরসভায় অনেকটাই দুর্বল হয়ে পড়ল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, এদিন রাজ্য বিধানসভায় গিয়ে জেলার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে পদত্যাগ পত্র পেশ করেন পাঁচজন কাউন্সিলর। পাশাপাশি, মহকুমা শাসকের কাছেও তাঁরা পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানা গিয়েছে।
তাঁদের অভিযোগ, টাকি পুরসভা এলাকায় ভাইস চেয়ারম্যান ফারুক গাজি কাজ করতে বাধা সৃষ্টি করেন। এর প্রতিবাদ করলে ভয় দেখানো এমনকি মারধর করা হয়েছে বলে অভিযোগ তাঁদের। পুরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজির বিরুদ্ধে সরব হয়েই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে জানান তাঁরা।

 

উল্লেখ্য, টাকি পুরসভায় মোট ১৬ টি আসন রয়েছে, যাঁর মধ্যে ১৪ টি আসন তৃণমূলের দখলে ছিল। ২টি আসন পেয়ে বিরোধী আসনে রয়েছে BJP। তবে পাঁচজন প্রার্থী একসঙ্গে পদত্যাগ করায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা বর্তমানে ৯টি। তবে পদত্যাগ করে তৃণমূলের এই কাউন্সিররা অন্য দলে যোগ দেবেন কিনা সে ব্যাপারে কোনও মত প্রকাশ করেননি।

অন্যদিকে, টাকি পুরসভার অভিযুক্ত ভাইস চেয়ারম্যান তৃণমূলের পাঁচ জন কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে কোনও বক্তব্য প্রকাশ করেননি। তবে জেলায় গোষ্ঠী কোন্দলের বিষয়টি এবার প্রকাশ্যে চলে আসায় অস্বস্তিতে শাসক দল। আগামী দিনে দলের শীর্ষ নেতৃত্ব বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করে কিনা সেটাই দেখার।

অন্যদিকে, পুরসভায় নিয়োগ দুর্নীতির বিষয়ে ইডির নজরদারিতে রয়েছে টাকি পুরসভা। যদিও টাকি পুরসভার চেয়ারম্যান জানান, ২০১৭-১৮ সালে ৪০টি গ্রুপ ডি পদে নিয়োগের কথা ছিল। কিন্তু পরীক্ষা নেওয়া হলেও সরকারিভাবে কিছু কাগজপত্রে ত্রুটিবিচ্যুতি থাকায় নিয়োগ বাতিল করে দেওয়া হয়।
 

তবে ইডি জানায়, কাঁচরাপাড়া, নিউ ব্যারাকপুর, কামারহাটি, টিটাগড়, বরানগর, হালিশহর, দক্ষিণ দমদম, দমদম, টাকি-সহ একাধিক পুরসভায় নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে। নিয়ম বহির্ভূত ভাবে এই সমস্ত পুরসভায় নিয়োগ হয়েছে বলে দাবি করা হয় ইডির তরফে। পুরসভা নিয়োগ সংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। তবে টাকি পুরসভার পাঁচ জন কাউন্সিলর পদত্যাগ করায় রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে জেলায়।

Your Opinion

We hate spam as much as you do