"মরতে হলে মরবো কিন্তু একচুলও জায়গা ছাড়বো না " এই জেদ নিয়েই নিজেদের অধিকারের জন্য লড়াই করে যাচ্ছে আগামীর দেশ তৈরীর কারিগররা।
"মরতে হলে মরবো কিন্তু একচুলও জায়গা ছাড়বো না " এই জেদ নিয়েই নিজেদের অধিকারের জন্য লড়াই করে যাচ্ছে আগামীর দেশ তৈরীর কারিগররা। ২০০৯ এ বামফ্রন্ট সরকারের সময় যে পরীক্ষা হয়, ২০১১ তে তৃণমূলের সরকার এসে তা বাতিল করে দেয়। এরপর ২০১২ তে ২০০৯ এর পরীক্ষার্থীদের নতুন করে পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করে সরকার। ২০১৪ তে ইন্টারভিউ হয়, ২০১৫ তে প্যানেল বের হয়। আন্দোলনকারীদের অভিযোগ উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, মালদা এই তিন জেলায় কোনও নিয়োগ হয়নি। এর বিরুদ্ধে দাঁড়িয়ে বারাসাতের প্রাথমিক শিক্ষা সংসদের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এছাড়া এক আন্দোলনকারীরা বলেন কোর্ট রায় দিয়েছিলো যদি কোনও শূন্য পদ না থাকে তাহলে শূন্য পদ তৈরী করে নিয়োগ করতে হবে, কিন্তু ৪৫ দিন পরেও সরকারের কোনও এই নিয়ে ভাবনা চিন্তা নেই। অপর আর একজন আন্দোলনকারী অভিযোগ করেন গতকাল ডিআই পুলিশ দিয়ে তাদের তাদের সরিয়ে দিতে চেয়েছিলেন, এবং তাদের অভিযোগ পুলিশ তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন, এমনকি মহিলা আন্দোলনকারী থাকা সত্বেও কোনও মহিলা পুলিশ ছিলো না।
We hate spam as much as you do