আসলে জনগণই শেষ কথা। গরীব , মধ্যবিত্ত নানা মাপের মানুষ। দমদমে পলাশ দাসের সমর্থনে , কামারহাটিতে সায়নদীপ মিত্রের সমর্থনে আর পানিহাটিতে তাপস মজুমদারের সমর্থনে ।
দমদম থেকে কামারহাটি-সংযুক্ত মোর্চার মিছিলে মাতল শহর
আগের দিনজুড়ে ছিল কুৎসিত এক ভয়ের আবহ। গনতন্ত্রের উৎসবে লাশের পাহাড়। এক মুহূর্তে থমথমে পরিবেশ। আর বিকেল হতেই শহরের পর শহর মাতল সুসজ্জিত মিছিলে। কোথাও কংগ্রেস প্রার্থী কোথাও বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে। আবার তৃণমূল প্রার্থীর সমর্থনেও জনসমাগম ।
আসলে জনগণই শেষ কথা। গরীব , মধ্যবিত্ত নানা মাপের মানুষ। দমদমে পলাশ দাসের সমর্থনে , কামারহাটিতে সায়নদীপ মিত্রের সমর্থনে আর পানিহাটিতে তাপস মজুমদারের সমর্থনে ।
We hate spam as much as you do