এক আন্দোলনকারী জানিয়েছেন, 'আমরা সকলে জমায়েত হয়েছিলাম পার্কের সামনে। সেখানে আমাদের প্রাক্তনীরা বাদ দিয়েও, মানুষের ঢল ঢুকে পড়ে। এবং কিছুটা পেরিয়ে আসার পর থেকেই ওরা ঝামেলা অশান্তি শুরু করে। গায়ে হাত তোলে।আমাদের মাইক্রোফোনের সমস্ত তার ছিড়ে দেওয়া হয়। আমরা আরজি কর কাণ্ডে বিচার চেয়ে। আমরা কোনও নির্দিষ্ট রাজনৈতিক তকমা লাগানো দলের বিরুদ্ধে স্লোগান দিইনি। প্রশাসনের বিরুদ্ধে কোনও স্লোগান দিইনি।.. কিন্তু রাজনৈতিক লোকজন এখানে অনুপ্রবেশ করে রীতিমত আমাদের উপর হাত চালিয়েছে। পুলিশকে মাঝখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
নৈহাটিতে RG karকাণ্ডে প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে
08 Sep 2024
নৈহাটিতে আর জি করকাণ্ডে প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ। মিছিল চলাকালীন কিছু দুষ্কৃতী ঢুকে পড়ে হামলার অভিযোগ। মিছিলে বাধা, মারধর, মাইকের তার ছিড়ে দেওয়ার অভিযোগ।
এক আন্দোলনকারী জানিয়েছেন, 'আমরা সকলে জমায়েত হয়েছিলাম পার্কের সামনে। সেখানে আমাদের প্রাক্তনীরা বাদ দিয়েও, মানুষের ঢল ঢুকে পড়ে। এবং কিছুটা পেরিয়ে আসার পর থেকেই ওরা ঝামেলা অশান্তি শুরু করে। গায়ে হাত তোলে।আমাদের মাইক্রোফোনের সমস্ত তার ছিড়ে দেওয়া হয়। আমরা আরজি কর কাণ্ডে বিচার চেয়ে। আমরা কোনও নির্দিষ্ট রাজনৈতিক তকমা লাগানো দলের বিরুদ্ধে স্লোগান দিইনি। প্রশাসনের বিরুদ্ধে কোনও স্লোগান দিইনি।.. কিন্তু রাজনৈতিক লোকজন এখানে অনুপ্রবেশ করে রীতিমত আমাদের উপর হাত চালিয়েছে। পুলিশকে মাঝখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু শেষে এসে দুই তিনকে দেখতে পেলাম। কিন্তু তাঁদের কোনও তৎপরতা দেখতে পেলাম না। আশা করি পুলিশের তৎপরতা থাকলে এমন কিছু ঘটত না।
We hate spam as much as you do