Tranding

02:40 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / কলেজ থেকে চিঠি? চাপের মুখেও ২৮শে আগস্ট পরীক্ষায় অনড় কলকাতার ভারপ্রাপ্ত উপাচার্য

কলেজ থেকে চিঠি? চাপের মুখেও ২৮শে আগস্ট পরীক্ষায় অনড় কলকাতার ভারপ্রাপ্ত উপাচার্য

এদিন, কলকাতা বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের তরফে বিশ্বববিদ্যালয়ের মূল গেটের বাইরে একটি মঞ্চ করে সেখান থেকে বলেন, 'কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই বেআইনি রাক্ষসী উপাচার্যের বিরুদ্ধে যে লড়াই-আন্দোলন সংগঠিত করেছিলাম আমরা। এতে আপনারা প্রত্যেকে সহযোগিতা করেছেন। এই উপাচার্য রাজনৈতিক প্রভুদের সন্তুষ্ট করার জন্য পরীক্ষা ফেলেছে। পুরোপুরি রাজনৈতিক উদ্দেশে করা।'

কলেজ থেকে চিঠি? চাপের মুখেও ২৮শে আগস্ট পরীক্ষায় অনড় কলকাতার ভারপ্রাপ্ত উপাচার্য

কলেজ থেকে চিঠি? চাপের মুখেও ২৮শে আগস্ট পরীক্ষায় অনড় কলকাতার ভারপ্রাপ্ত উপাচার্য 
 

26 Aug 2025

২৮ অগাস্ট TMCP-র প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা পিছোতে এবার কলেজ অধ্যক্ষদের চিঠি। একাধিক অধ্যক্ষের চিঠি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে-কে। 


কলেজ স্ট্রিটে গেটের বাইরে মঞ্চ বেঁধে ভারপ্রাপ্ত উপাচার্যকে বেনজির কটূক্তি TMCP-র। চাপের মুখেও ২৮ অগাস্ট পরীক্ষাতেই অনড় ভারপ্রাপ্ত উপাচার্য। পরীক্ষা পিছনো সম্ভব নয়, জানিয়ে দিলেন ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে। ৩০ হাজার পরীক্ষার্থীর পরীক্ষা নির্বিঘ্নে করতে পুলিশকে চিঠি। কলকাতা ও রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের চিঠি ভারপ্রাপ্ত উপাচার্যের।  


এদিন, কলকাতা বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের তরফে বিশ্বববিদ্যালয়ের মূল গেটের বাইরে একটি মঞ্চ করে সেখান থেকে বলেন, 'কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই বেআইনি রাক্ষসী উপাচার্যের বিরুদ্ধে যে লড়াই-আন্দোলন সংগঠিত করেছিলাম আমরা। এতে আপনারা প্রত্যেকে সহযোগিতা করেছেন। এই উপাচার্য রাজনৈতিক প্রভুদের সন্তুষ্ট করার জন্য পরীক্ষা ফেলেছে। পুরোপুরি রাজনৈতিক উদ্দেশে করা।' 


ঘুরিয়ে চাপ তৈরির কৌশল? তৃণমূল ছাত্র পরিষদের দাবি, শিক্ষা দফতরের চিঠির পর এবার অধ্যক্ষদের চিঠি কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্যকে। দাবি সেই একই। ২৮ অগাস্ট অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা না হয়। নিখিলবঙ্গ শিক্ষক পরিষদের তরফে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে শিক্ষামন্ত্রীর কাছে এই চিঠিও পাঠানো হয়েছে। 


এ প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে বলেন, 'বেশ কয়েকটি কলেজ থেকে চিঠি এসেছে। সুরেন্দ্রনাথ দত্ত কলেজ, বঙ্গবাসী কলেজ থেকে চিঠি এসেছে। চিঠিতে বলা হয়েছে ওয়েবকুপা সংগঠন, নন টিচিং স্টাফ, ছাত্ররা নাকি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইছেন না। আমি অবাকই হলাম যে প্রিন্সিপল এই চিঠি ফরওয়ার্ড করে দিচ্ছে! পরীক্ষা কি একটা পিকনিক নাকি? বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক ক্যালেন্ডার মেনে পরীক্ষার দিন ঠিক করে। পরীক্ষায় আর অংশগ্রহণ করা হয় না, পরীক্ষায় পড়ুয়ারা বসে। অধ্যক্ষরা যদি একটাকে সাপোর্ট করে হলে তো শিক্ষায় ডিসিপ্লিন বলে কিছু থাকবে না।' তিনি এও জানিয়ে দেন, 'পরীক্ষা পিছিয়ে দেওয়ার কোনও সম্ভাবনা নেই। এটা সিন্ডিকেটের সিদ্ধান্ত।'    


উল্লেখ্য, ২৮ অগাস্ট তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর এই দিনে মেয়ো রোডে কর্মসূচিতে উপস্থিত থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়। সেদিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ে BA, BSc, B.Com, B.A. LLB-র চতুর্থ সিমেস্টারের পরীক্ষা। শুরু থেকে পরীক্ষার দিন বদলের দাবি জানিয়ে আসছে তৃণমূল ছাত্র পরিষদ। এরপর কার্যত TMCP-সুরে পরীক্ষার দিন বদলের আর্জি জানিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দেয় শিক্ষা দফতর। 

Your Opinion

We hate spam as much as you do