Tranding

01:17 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / রাতে ভাটপাড়ার পর শ্যামনগরে শুটআউট , গুলিতে খুন বছর আঠেরোর তরুণ

রাতে ভাটপাড়ার পর শ্যামনগরে শুটআউট , গুলিতে খুন বছর আঠেরোর তরুণ

ভাটপাড়ার পর ফের শুটআউট রাজ্যে । শনিবার সকালেই ভাটপাড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাকর মোল্লা এলাকায় সালামউদ্দিন আনসারি ওরফে মুকুল নামে ইমারতি দ্রব্যের এক ব্যবসায়ীকে গুলি করা হয় । তার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই মাত্র কয়েক কিলোমিটার দূরের এই ঘটনায় প্রশাসনের কপালে ভাঁজ।

রাতে ভাটপাড়ার পর শ্যামনগরে  শুটআউট , গুলিতে খুন বছর আঠেরোর তরুণ

রাতে ভাটপাড়ার পর শ্যামনগরে  শুটআউট , গুলিতে খুন বছর আঠেরোর তরুণ

3rd july 2022

জগদ্দল থানার শ্যামনগর ২৬ নম্বর রেলগেটের কাছে খুন রোহিত দাস নামে বছর আঠেরোর তরুণ

 ভাটপাড়া শুটআউটের ঘটনায় ২৪ ঘণ্টা যেতে না যেতেই ফের গুলি চলল শ্যামনগরে । দুষ্কৃতীর ছোঁড়া গুলিতে খুন বছর আঠেরোর তরুণ ৷ ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার শ্যামনগর ২৬ নম্বর রেলগেটের কাছে ৷ মৃতের নাম রোহিত দাস । বছর আঠেরোর ওই তরুণকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

স্থানীয় সূত্রে খবর, রোহিত দাসের পরিবার শান্তিনিবাস পল্লীর কাছে ভাড়া থাকে । ২৬ নম্বর রেলগেট থেকে জগদ্দল স্টেশনের পাশে একটি কদম গাছের তলায় বন্ধুদের সঙ্গে নিত্য আড্ডা মারতো । সেখানেই শনিবার রাত ২.৩০ নাগাদ মদের আসরে গুলিবিদ্ধ হন রোহিত ।

 ভাটপাড়ার পর ফের শুটআউট রাজ্যে । শনিবার সকালেই ভাটপাড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাকর মোল্লা এলাকায় সালামউদ্দিন আনসারি ওরফে মুকুল নামে ইমারতি দ্রব্যের এক ব্যবসায়ীকে গুলি করা হয় । তার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই মাত্র কয়েক কিলোমিটার দূরের এই ঘটনায়  প্রশাসনের কপালে ভাঁজ।

Your Opinion

We hate spam as much as you do