Tranding

11:16 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / টিটাগড়ে টেলারিং মালিককে গুলি।

টিটাগড়ে টেলারিং মালিককে গুলি।

টিটাগর বউবাজার অঞ্চলে এক টেলার্স ব্যবসায়ী বছর 40'র ওয়াই মধু রাওকে লক্ষ্য করে গুলি।

টিটাগড়ে টেলারিং মালিককে গুলি।

ব্রেকিং নিউজ 
টিটাগর বউবাজার অঞ্চলে এক টেলার্স ব্যবসায়ী বছর 40'র ওয়াই মধু রাওকে লক্ষ্য করে গুলি। গুরুতর আহত অবস্থায় ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা চলছে তার। বিজেপির পক্ষ থেকে দাবি আহত ওয়াই মধু রাও বিজেপি কর্মী। অভিযোগ অস্বীকার তৃণমূলের। গত ৪ঠা অক্টোবর জনসমক্ষে মনীষ শুক্লা খুন হয়েছিলেন। এতে এলাকা সন্ত্রস্ত হয়। 
টিটাগড়ের গরীব মানুষ শান্তি চাইছেন। কিন্তু তৃনমুল বিজেপির দলবদলের ফলে এলাকার অশান্তি বেড়েই চলেছে। আজকের ঘটনার তদন্ত চলছে।

Your Opinion

We hate spam as much as you do