Tranding

02:56 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / ২৬’ নভেম্বরের ডাকে দেশের সঙ্গে সমাবেশ বারাসাতেও

২৬’ নভেম্বরের ডাকে দেশের সঙ্গে সমাবেশ বারাসাতেও

বিক্ষোভ সমাবেশে সভাপতি মন্ডলি ছিল করেন সিআইটিইউ জেলা সভাপতি নেপালদেব ভট্টাচার্য্য কিষান সভার সভাপতি সত‍্য কপাট, কৃষ্ণপদ প্রামানিক পঙ্কজ ঘোষ গৌতম দাস গৌতম বিশ্বাস সহ অন‍্যান‍্য নেতৃত্ব।

২৬’ নভেম্বরের ডাকে দেশের সঙ্গে সমাবেশ বারাসাতেও

২৬’ নভেম্বরের ডাকে দেশের সঙ্গে সমাবেশ বারাসাতেও
 
 26 Nov 2024  

 
সংযুক্ত কিষাণ মোর্চা, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও খেতমজুর ইউনিয়নের আহ্বানে মঙ্গলবার দেশের পাঁচ শত জেলার সাথে কৃষি, শ্রমিক ও খেতমজূরদের দাবি নিয়ে উত্তর ২৪ পরগন জেলায় বারাসাত মিলনী মাঠে  বেলা ২টো থেকে  বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল। বারাসাত স্টেশনের সামনে থেকে শতাধিক মানুষের মিছিল হয়। 

বিক্ষোভ সমাবেশে সভাপতি মন্ডলি ছিল ।  সভা পরিচালনা  করেন সিআইটিইউ জেলা সভাপতি নেপালদেব ভট্টাচার্য্য কিষান সভার সভাপতি  সত‍্য কপাট, কৃষ্ণপদ প্রামানিক পঙ্কজ ঘোষ গৌতম দাস গৌতম বিশ্বাস সহ অন‍্যান‍্য নেতৃত্ব।

বক্তব্য রাখেন সারা ভারত কিষান সভার রাজ্য সম্পাদক  প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার উত্তর ২৪ পরগনা জেলা সিআইটি ইউ সম্পাদিকা গার্গী চ‍্যাটার্জী, সেলিম গায়েন ( অল ইন্ডিয়া কিষান সভা) এআইসিসিটিইউ নেতা  দেবজ্যোতি মজুমদার, দায়ুদ গাজি (AIAKMS) মাষ্টার নিজাম (INTUC) লিয়াকত আলি (AITUC) হেমন্ত দাস (অগ্রগামী কিষান সভা) আব্দুল রউফ, বিপ্লব দত্ত (AIUTUC) প্রমুখ। বক্তারা কেন্দ্রীয় সরকারের শ্রমনীতির সমালোচনা করেন শ্রম আইন বাতিল করে যে শ্রমকোর্ট বিল কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে তা কার্যত শ্রমিক বিরোধী , কিষান সভার পক্ষ থেকে বক্তারা বলেন কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষকরা তার ফসল বিক্রি করার জন্য সরকারি দপ্তরে যখন যাচ্ছে তখন তাদের কিছুক্ষণ পর বলা হচ্ছে আর নেওয়া হবে না তারা তাদের সেই বাকি ফসল নিয়ে যা বস্তা ভরে নিয়ে এসেছেন তা কি করবেন? সরকার নির্দেশিত কিছু দালাল এই কৃষিজাত পন্য কিনে নিচ্ছে বলে অভিযোগ এবং পরে সরকার তাদের থেকে কিনছেন। অভিযোগ করা হয় আবাস যোজনায় তীব্র দুর্নীতি নিয়ে। আন্দোলন সবে শুরু হলো আরো গভীরভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রস্তাব গ্রহণ করা হয়।

জেলাশাসকের দপ্তরে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করে বক্তব্য রাখেন সন্তোষ ব‍্যানার্জী।

Your Opinion

We hate spam as much as you do