সংযুক্ত কিষান মোর্চার ডাকে কৃষিবিল বাতিলের দাবীতে আজ সারা ভারত বনধে সকাল থেকে বামফ্রন্ট কর্মীরা রাস্তায় নামলেন।
সংযুক্ত কিষানমোর্চার ডাকে ভারত বনধে বামকর্মীরা সকাল থেকে রাস্তায় অবরোধ গ্রেপ্তার
সংযুক্ত কিষান মোর্চার ডাকে কৃষিবিল বাতিলের দাবীতে আজ সারা ভারত বনধে
সকাল থেকে বামফ্রন্ট কর্মীরা রাস্তায় নামলেন। ধর্মঘটের ইস্যুগুলোকে সমর্থন করলেও তৃণমূল কর্মীরা রাস্তায় ছিল না।
সল্টলেক করুণাময়ী মোড়ে বামপন্থীদের পক্ষ থেকে অবরোধ কর্মসূচি করলে পুলিশ বাধা দেয়। সেখান থেকে বিধাননগর এর দেবাশীষ সিনহা এবং মহিলা নেত্রী শাশ্বতী মন্ডল কে গ্রেফতার করে পুলিশ।
এছাড়া সকাল ৮টায় শ্যামনগরে কিছু সময় রেল অবরোধ হয়। চৌরঙ্গী বাসস্টপে অবরোধ করেন বাম শ্রমিক নেত্রী গার্গী চ্যাটার্জির নেতৃত্বে গারুলিয়া ও শ্যামনগরের সিপিএম কর্মীরা। এছাড়া সারা উত্তর ২৪পরগনা জেলার বিভিন্ন প্রান্তে বনধের সমর্থনে পথ অবরোধ হয়।
বারাসাতে ব্যাঙ্কের সামনে পিকেটিং করে ব্যাঙ্ক বনধের খবর পাওয়া গেছে। বারাকপুর নৈহাটিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এছাড়া দমদম থেকে রাজারহাট, বেলঘড়িয়া বিক্ষোভে বাম কর্মীরা নেতৃত্ব দেন।
We hate spam as much as you do