দমদম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সুজন চক্রবর্তী দুর্ঘটনাস্থলে পৌঁছে যান সেখানে সাংবাদিকদের সাথে সহমত হয়ে সুজন বলেন গোটা রাজ্যটাই এখন গার্ডেনরিচ। দমদম জুড়ে মাত্র ৫ ফুট রাস্তার মাঝে একটি বহু দল বাড়ি তৈরি হচ্ছে। সর্বত্রই রাজ্যজুড়ে এই বেআইনি কাজ চলছে। প্রোমোটার অপরাধী হলে সমান অপরাধী কাউন্সিলার। তিনি কি করছিলেন? কি করছিলেন এখানকার সাংসদ? তিনি সবই জানেন। কাউন্সিলর সাংসদের ঘনিষ্ঠ।
বিরাটিতে ফ্ল্যাট ভেঙে মহিলার মৃত্যু, গোটা রাজ্যই গার্ডেনরিচ! সুজনের অভিযোগ
৩১ মার্চ ২০২৪
বিরাটিতে নির্মীয়মাণ বাড়ির ইট মাথায় পড়ে প্রাণ গেল এক মহিলার। গার্ডেনরিচে বহুতল ভেঙে বিপর্যয়ের ঘটনা নিয়ে বিতর্ক অব্যাহত রাজ্য জুড়ে। সেই আবহে এ বার উত্তর ২৪ পরগনার বিরাটিতে একটি নির্মীয়মাণ বাড়ির অংশ মাথায় পড়ে বেঘোরে প্রাণ গেল এক মহিলার।
শনিবার রাতে উত্তর দমদম পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শরৎচন্দ্র কলোনিতে ঘটনাটি ঘটেছে। মৃতার নাম কেয়া শর্মা চৌধুরী। এই দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছয় এয়ারপোর্ট থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, মাথায় ইট পড়ে গুরুতর জখম হওয়ার পর স্থানীয়েরাই মহিলাকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। স্থানীয় কাউন্সিলর মহুয়া শীল বলেন, ‘‘বিল্ডিং ভাঙেনি। বিল্ডিং থেকে ইট মাথায় পড়ে মারা গিয়েছেন ওই মহিলা।’’
দমদম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সুজন চক্রবর্তী দুর্ঘটনাস্থলে পৌঁছে যান সেখানে সাংবাদিকদের সাথে সহমত হয়ে সুজন বলেন গোটা রাজ্যটাই এখন গার্ডেনরিচ। দমদম জুড়ে মাত্র ৫ ফুট রাস্তার মাঝে একটি বহু দল বাড়ি তৈরি হচ্ছে। সর্বত্রই রাজ্যজুড়ে এই বেআইনি কাজ চলছে। প্রোমোটার অপরাধী হলে সমান অপরাধী কাউন্সিলার। তিনি কি করছিলেন? কি করছিলেন এখানকার সাংসদ? তিনি সবই জানেন। কাউন্সিলর সাংসদের যথেষ্ট পরিচিত ও সমর্থিত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্মীয়মাণ বাড়িটির নীচেই দাঁড়িয়েছিলেন ওই মহিলা। সেই আচমকাই বাড়ির ইট খসে পড়ে তাঁর মাথায়। মৃতার স্বামী সংবাদমাধ্যমে বলেন, ‘‘আমার স্ত্রী ফোনে কথা বলছিল। সেই সময় ইট ভেঙে পড়েছে। আমি আইনি পদক্ষেপ করব। আর যেন কারও এ রকম ক্ষতি না হয়ে যায়।’’ মৃতার স্বামীর দাবি, বেআইনি ভাবে বাড়িটি তৈরি হচ্ছিল। তাঁর প্রশ্ন, ৮-১০ ফুটের রাস্তার পাশে কী ভাবে চার তলা বাড়ি তৈরি হয়? তাঁর কথায়, ‘‘যে ভাবে বাড়িটি তৈরি হচ্ছিল, তাতে আমার বাড়িতেও ধস নেমেছে।’’
পুলিশ সূত্রে খবর, রাত সওয়া ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ছাদের পাঁচিলের অংশ ভেঙে পড়েছে। নির্মীয়মাণ বাড়িটিতে ১৮ জন কাজ করছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
We hate spam as much as you do