গত রবিবার আর জি কর কাণ্ডের বিচার চেয়ে রবিবার রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন কর্মসূচীর ডাক দেওয়া হয়েছিল। নৈহাটিতেও মিছিলের ডাক দেন বেশ কয়েকটি স্কুলের পড়ুয়া এবং প্রাক্তনীরা। মিছিল রামকৃষ্ণ মোড়ে আসার পর তাতে হামলা চালানো হয়। সেই কারণে আজকের মিছিল রামকৃষ্ণ মরে শেষ হয় এবং বেশ কিছুক্ষণ মিছিলে অংশগ্রহণকারীরা রাস্তায় দাঁড়িয়ে থাকেন।
বৃষ্টিস্নাত সন্ধ্যায় আবার উত্তাল আহত নৈহাটির নাগরিক মিছিল
15 Sep 2024
আজ নৈহাটি আবার মিছিলে উত্তাল হল। কয়েক হাজার নাগরিক মিছিলে অংশগ্রহণ করলেন। গত রবিবার নৈহাটির মিছিলে শাসক দলের পক্ষ থেকে হামলার অভিযোগ উঠেছিল। তাতে আহত হয়েছেন অনেকজন। তারা সকলেই এই মিছিলে ছিলেন বলে জানা গেছে। গত দুদিন ধরে সকাল থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি উপেক্ষা করে নৈহাটির সহনাগরিকরা এই মিছিলে অংশগ্রহণ করলেন।
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে হওয়া মিছিলে শাসকদল তৃণমূল হামলা হয়েছিল বলে অভিযোগ। আন্দোলনকারীদের অভিযোগ, তাঁদের শারীরিক ভাবে হেনস্থা করা হয়েছিল। মাইকের তার ছিড়ে দেওয়া হয়েছিল।
গত রবিবার আর জি কর কাণ্ডের বিচার চেয়ে রবিবার রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন কর্মসূচীর ডাক দেওয়া হয়েছিল। নৈহাটিতেও মিছিলের ডাক দেন বেশ কয়েকটি স্কুলের পড়ুয়া এবং প্রাক্তনীরা। মিছিল রামকৃষ্ণ মোড়ে আসার পর তাতে হামলা চালানো হয়।
সেই কারণে আজকের মিছিল রামকৃষ্ণ মরে শেষ হয় এবং বেশ কিছুক্ষণ মিছিলে অংশগ্রহণকারীরা রাস্তায় দাঁড়িয়ে থাকেন।
আন্দোলনকারীদের ব্যাপক মারধর করা হয়েছিল । মহিলাদের পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছিল। অল্প দুরে পুলিশ দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছিল বলে অভিযোগ ছিল আন্দোলনকারীদের। হামলায় তিনজন মহিলা সহ দশজন আহত হয়েছিলেন।
আজকের মিছিলের পর পুনরায় রাস্তায় নামার শপথ নেওয়া হয়।
We hate spam as much as you do