এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘‘শিক্ষামন্ত্রী দমদমের বিধায়ক। তাই দমদমের মানুষকে আমরা বলতে এসেছি, যদি ছাত্রদের পিষে মারার চেষ্টা করা শিক্ষামন্ত্রীকে আপনাদের এলাকায় দেখতে পান, তা হলে স্থানীয় থানায় খবর দিন।’’
'ওয়ান্টেড' ব্রাত্যের দমদমে মিছিলে SFI, পুলিশের ড্রোনে জনতার মাপ
০৮ মার্চ ২০২৫
"লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে" লেখা ফেস্টুনে এসএফআই উত্তর ২৪ পরগনা। যাদবপুরকাণ্ডের প্রতিবাদে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিধানসভা কেন্দ্র দমদমে শনিবার মিছিল ডেকেছিল এসএফআই। সেই মিছিল শুরুর আগে জমায়েত মাপতে ড্রোন ওড়াল পুলিশ। আর প্রশাসনিক ড্রোন দেখে মাইক ধরে এসএফআই নেতারা আর্জি জানালেন, ‘‘আমাদের অর্থবল নেই। ওই ড্রোনের ফুটেজ আমাদের দিয়ে দেবেন। তা হলে সমাজমাধ্যমে প্রচার করতে পারব।’’
উত্তর ২৪ পরগনা জেলা এসএফআইয়ের কর্মসূচিতে পুলিশের ওড়ানো ড্রোনের ‘ফুটেজ’ পাওয়ার জন্য মাইকে কটাক্ষের সুরেই আবেদন জানান বাম ছাত্র নেতৃত্ব। পুলিশের উদ্দেশে টিকাটিপ্পনীর পরেই দমদম স্টেশন লাগোয়া এলাকা থেকে মিছিল শুরু হয়। দমদম রোড ধরে সেই মিছিল পৌঁছোয় নাগেরবাজারে। সেখানেই অবস্থান শুরু করে এসএফআই কর্মীরা। যাদবপুরকাণ্ডে সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে শনিবার সন্ধ্যায় তলব করেছে যাদবপুর থানা। তাঁকে ভিডিয়ো এবং ছবি নিয়ে যেতে বলা হয়েছে। নাগেরবাজারের অবস্থান থেকে এসএফআই নেতৃত্ব বলেন, যত ক্ষণ না সৃজন যাদবপুর থানা থেকে বেরোচ্ছেন, তত ক্ষণ অবস্থান চলবে।
কেন দমদমে মিছিল? এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘‘শিক্ষামন্ত্রী দমদমের বিধায়ক। তাই দমদমের মানুষকে আমরা বলতে এসেছি, যদি ছাত্রদের পিষে মারার চেষ্টা করা শিক্ষামন্ত্রীকে আপনাদের এলাকায় দেখতে পান, তা হলে স্থানীয় থানায় খবর দিন।’’
বস্তুত, ব্রাত্য বসুকে 'ক্রিমিনাল' বলেই বাম ছাত্র সংগঠনের তরফে লেকটাউন, কালিন্দী বাস স্ট্যান্ড থেকে শুরু করে গোটা দমদম এলাকায় পোস্টার দেওয়া হয়। লেখা হয়, "ওয়ান্টেড... যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্রের উপর গাড়ি চাপা দিয়ে পলাতক।" যার উপরে ছিল শিক্ষামন্ত্রীর ছবি। শুধু তাই নয়, সেই পোস্টারে আরও লেখা হয়, যে "সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে জানান।"
এছাড়া ইতিমধ্যেই ব্রাত্যের ছবি দিয়ে ‘ক্রিমিনাল’ লেখা পোস্টারে দমদম এলাকা ভরিয়ে দিয়েছে বাম ছাত্রেরা। ওই পোস্টার নিয়ে শিক্ষামন্ত্রীর তরফে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। আবার যাদবপুরের জখম ছাত্র ইন্দ্রানুজ রায়ের বয়ানের ভিত্তিতে ব্রাত্য, ওয়েবকুপার নেতৃত্ব ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।
We hate spam as much as you do