Tranding

12:22 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / বারাসাতে CPI(M)র উত্তর চব্বিশ পরগনা জেলার ২৬ তম সম্মেলন হবে

বারাসাতে CPI(M)র উত্তর চব্বিশ পরগনা জেলার ২৬ তম সম্মেলন হবে

জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে উত্তর ২৪ পরগনা জেলা সদর শহর বারাসাতের রবীন্দ্র ভবনে। এই বছর জেলা সিপিআই(এম)র ২৬ তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামী ৭ থেকে ৯ই ফেব্রুয়ারি। দলের প্রয়াত নেতা পল্টু দাশগুপ্ত ও রঞ্জিত মিত্রর নামে নগর এবং নারায়ন মন্ডল ও অরূপ রতন দাশগুপ্তের নামে মঞ্চ নির্ধারিত হয়েছে। এই সম্মেলন উপলক্ষে বারাসাত অঞ্চলে দলীয়কর্মীরা, যথেষ্ট উৎসাহের সাথে বিভিন্ন কর্মসূচি ও প্রচার কাজ সারছেন।

বারাসাতে CPI(M)র উত্তর চব্বিশ পরগনা জেলার ২৬ তম সম্মেলন হবে

বারাসাতে CPI(M)র উত্তর চব্বিশ পরগনা জেলার ২৬ তম সম্মেলন হবে  

6 February 2025


সিপিআইএমের ২৭তম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে আগামী এপ্রিল মাসে তামিলনাড়ুতে। যেখানে আগামী তিন বছরের জন্য দলের রণকৌশল নির্ধারিত হবে এ বিষয়ে খসড়া প্রতিবেদন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং আগামী ৫ই মার্চের মধ্যে এই খসড়া প্রতি প্রতিবেদনে ওপর সংশোধন এবং বা সংযোজন পাঠাতে অনুরোধ করা হয়েছে 
তার আগে গত অক্টোবর মাস থেকে শুরু হয়েছে দলের বিভিন্ন স্তরের সম্মেলন। পশ্চিমবাংলার সম্মেলন হবে আগামী ২২ থেকে ২৫ শে ফেব্রুয়ারি ডানকুনিতে। 
 তার আগে দলের জেলা সম্মেলন গুলো অনুষ্ঠিত হচ্ছে। জেলা সম্মেলন প্রায় শেষের পথে। 

সর্বশেষ জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে উত্তর ২৪ পরগনা জেলা সদর শহর বারাসাতের রবীন্দ্র ভবনে। এই বছর জেলা সিপিআই(এম)র ২৬ তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামী ৭ থেকে ৯ই ফেব্রুয়ারি। দলের প্রয়াত নেতা পল্টু দাশগুপ্ত ও রঞ্জিত মিত্রর নামে নগর এবং নারায়ন মন্ডল ও অরূপ রতন দাশগুপ্তের নামে মঞ্চ নির্ধারিত হয়েছে। এই সম্মেলন উপলক্ষে বারাসাত অঞ্চলে দলীয়কর্মীরা, যথেষ্ট উৎসাহের সাথে বিভিন্ন কর্মসূচি ও প্রচার কাজ সারছেন।


ইতিমধ্যে সম্মেলন উপলক্ষে বারাসাতে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন বিষয়ে সেমিনার মিটিং মিছিলের মাধ্যমে প্রচার চালানো হয়েছে। দলের জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য পলাশ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিশিষ্ট শিক্ষাবিদ সুদিন চট্টোপাধ্যায়, যিনি বারাসাতেরই বাসিন্দা এরা সবাই এই সম্মেলনের আয়োজনে অনুষ্ঠিত বিভিন্ন সভা-সমাবেশে বক্তব্য উপস্থিত করেছেন। 

আগামীকাল ৭ই ফেব্রুয়ারি বেলা দশটায় বারাসাত হেলাবটতলা থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত একটি মিছিলের আয়োজন করেছে অভ্যর্থনে সমিতি। জেলা বিভিন্ন প্রান্ত থেকে সম্মেলনে প্রায় সাতশ প্রতিনিধি উপস্থিত থাকবেন। এরা তিন দিন ধরে আলোচনা করবেন এবং জেলা কমিটি নির্বাচন করবেন।

Your Opinion

We hate spam as much as you do