Tranding

05:11 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / তৃণমূল অফিসের পিছনে বোমা বিস্ফোরণ ! দেগঙ্গায় কিশোরের আঙুল উড়ে গেল

তৃণমূল অফিসের পিছনে বোমা বিস্ফোরণ ! দেগঙ্গায় কিশোরের আঙুল উড়ে গেল

দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েতের শেখের মোড় এলাকায় তৃণমূলের পার্টি অফিসের পিছনে আমবাগানে বোমা রাখা ছিল বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আরমান দলীয় কার্যালয়ের পিছনে আম বাগানে খেলা করছিল। এর পর একটি ব্যাগের মধ্যে কী রাখা আছে, সে দেখতে যায়। দেখে ব্যাগের মধ্যে পাঁচটি বলের মতো সামগ্রী রাখা রয়েছে। হাতে করে তুলে খেলতে গেলে আচমকা বিস্ফোরণ ঘটে।

তৃণমূল অফিসের পিছনে বোমা বিস্ফোরণ ! দেগঙ্গায়  কিশোরের আঙুল উড়ে গেল

তৃণমূল অফিসের পিছনে বোমা বিস্ফোরণ ! দেগঙ্গায়  কিশোরের আঙুল উড়ে গেল 

Nov 26, 2023 

দত্তপুকুরের পর উত্তর ২৪ পরগনায় আবার বোমা বিস্ফোরণে  ক্ষতবিক্ষত শৈশব। উড়ল কিশোরের আঙুল। রবিবার দুপুরের এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেগঙ্গার গ্রামে। জখম কিশোর হাসপাতালে চিকিৎসাধীন।


স্থানীয় সূত্রে খবর, আহত কিশোরের নাম আরমান গাজি। বয়স ১৩ বছর। তাঁকে উদ্ধার করে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করা হয়। দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েতের শেখের মোড় এলাকায় তৃণমূলের পার্টি অফিসের পিছনে আমবাগানে বোমা রাখা ছিল বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আরমান দলীয় কার্যালয়ের পিছনে আম বাগানে খেলা করছিল। এর পর একটি ব্যাগের মধ্যে কী রাখা আছে, সে দেখতে যায়। দেখে ব্যাগের মধ্যে পাঁচটি বলের মতো সামগ্রী রাখা রয়েছে। হাতে করে তুলে খেলতে গেলে আচমকা বিস্ফোরণ ঘটে। আর তাতেই আরমানের হাতের আঙুল উড়ে যায় এবং বাম হাতের মাংসপেশিতেও ক্ষত হয়।


বোমা বিস্ফোরণের বিকট আওয়াজ শুনে এলাকাবাসী ছুটে আসে। খবর দেওয়া হয় দেগঙ্গা থানার পুলিশকে। দেগঙ্গা থানা ও চাকলা ফাঁড়ির আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। বোম স্কোয়াড এসে ব্যাগের মধ্যে থাকা তিনটি তাজা বোমা উদ্ধার করে তারা। 

Your Opinion

We hate spam as much as you do