গড় শ্যামনগর জুনিয়ার বেসিক স্কিম- ২ স্কুলের বাচ্চারা ১৫ ই আগস্ট উপলক্ষ্যে ড্রাম বাজনা বাজাচ্ছিল ঠিক সেই সময় পাশের স্বামী বিবেকানন্দ হাই স্কুলের এক ছাত্রী এসে রীতিমত গালাগালি দিয়ে প্রাইমারি স্কুলের বাচ্চাদের কে শাসিয়ে যান যে এ বাজনা ড্রাম বাজানো বন্ধ করে দিতে বলেন। তা শুনে প্রাইমারি স্কুলের বাচ্চাদের বাবা মায়েরা রানা চৌধুরী সহ অন্যান্য শিক্ষকদের কে অনুরোধ করেন যেনো ওই স্কুলের প্রধান শিক্ষকদের কে ব্যাপার টা জানানোর জন্যে যায় ।
স্বাধীনতা দিবসে শ্যামনগরে তৃণমূল যুব নেতার লাথি চড় মেরে শিক্ষক নিগ্রহ করার অভিযোগ। ভিডিও ভাইরাল।
16th august 2022
আজ ৭৫ তম স্বাধীনতা বার্ষিকী।
যখন গোটা দেশ তথা রাজ্য সমস্ত দুর্নীতি,উগ্রতা ও হিংসার ঘটনা থেকে স্বাধীনতা তথা মুক্তি লাভের চেষ্টা করছে , ঠিক সেই সময় এই শুভ দিনে সামাজিক দুষ্কৃতীরা শিক্ষার মেরুদন্ড কে ভেঙে দিতে চাইছেন , সমাজ কে কলুষিত করার চেষ্টা করে যাচ্ছেন । শ্যামনগর উত্তর ২৪ পরগনা অঞ্চলে অবস্থিত গড় শ্যামনগর জুনিয়ার বেসিক স্কিম -২ প্রাইমারি স্কুলের শিক্ষক রানা চৌধুরী কে রীতিমতো রাস্তায় ফেলে সকল অভিভাবকদের সামনে চড় ঘুসি থাপ্পড় এমন কি মাটিতে ফেলে বুকে পেটে লাথি মেরে শারীরিক ভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ।
যুব তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ ও তার ভাই পাপ্পু ঘোষ এছাড়াও রাজু দাস নামে ব্যাক্তিদের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ শোনা যাচ্ছে। অভিযুক্তদের ঠিকানা ২ নং গড় শ্যামনগরে শক্তিগর ভাদুরী মাঠের ঠিক উল্টো দিকে বাড়ি বলে খবর। সামাজিক দুষ্কৃতী নামেই পূর্ব পরিচিত যাদের পরিবারের এমন অনেক অসামাজিক কাজকর্মের রেকর্ড রয়েছে।
আজকের ঘটনার সূত্রপাত গড় শ্যামনগর জুনিয়ার বেসিক স্কিম- ২ স্কুলের বাচ্চারা ১৫ ই আগস্ট উপলক্ষ্যে ড্রাম বাজনা বাজাচ্ছিল ঠিক সেই সময় পাশের স্বামী বিবেকানন্দ হাই স্কুলের এক ছাত্রী এসে রীতিমত গালাগালি দিয়ে প্রাইমারি স্কুলের বাচ্চাদের কে শাসিয়ে যান যে এ বাজনা ড্রাম বাজানো বন্ধ করে দিতে বলেন। তা শুনে প্রাইমারি স্কুলের বাচ্চাদের বাবা মায়েরা রানা চৌধুরী সহ অন্যান্য শিক্ষকদের কে অনুরোধ করেন যেনো ওই স্কুলের প্রধান শিক্ষকদের কে ব্যাপার টা জানানোর জন্যে যায় ।
তখন সেখানে আলোচনা শুরু হয় সেই সময় সঞ্জয় ঘোষ পাপ্পু ঘোষ সহ অন্যান্য ব্যাক্তিরা উপস্থিত থাকে। রীতিমত ভদ্রভাবে আলোচনা চলার মধ্যেই হঠাৎ করে তার মধ্যে হই হট্টগোল গুরু করে দেন তারা। সেটাই বোঝানোর মাঝে হঠাৎ করে সেই দুষ্কৃতী ও তার সঙ্গ পাঙ্গরা ঝাঁপিয়ে পড়ে চড়াও হয়ে ওঠেন। রীতিমত প্রাইমারি শিক্ষক রানা চোধুরীর গলা টিপে ধরেন সঙ্গে অকথ্য ভাষায় গালাগালি দিতে থাকেন সেই সঙ্গে মাটিতে ফেলে মারতে শুরু করেন। রানা চৌধুরীর শরীর অসুস্থ থাকা সত্ত্বেও তার কোনো কথা শোনেননি বরং অত্যাচারের পরিমান বাড়িয়ে গেছেন।
পাঁজরের হাড়ে চোট সহ কিডনিতে আঘাত লেগে রীতিমত অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন।
বিষয়টি নিয়ে একটি ভিডিও স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শ্যামনগর অঞ্চলের বহু স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংস্থার পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। যদিও আজ সকাল পর্যন্ত স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছ থেকে কোনো বিবৃতি পাওয়া যায় নি বলে জানা গেছে।
We hate spam as much as you do