Tranding

01:42 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / করোনা বাড়ছে এদিকে শিশু মৃত্যুর প্রতিবাদে বাম ছাত্র-যুব-মহিলাদের বিক্ষোভ স্বাস্থ্যভবনে

করোনা বাড়ছে এদিকে শিশু মৃত্যুর প্রতিবাদে বাম ছাত্র-যুব-মহিলাদের বিক্ষোভ স্বাস্থ্যভবনে

চিকিৎসা ব্যবস্থার এই অবনতির জন্য রাজ্য সরকারের কাছে স্বাস্থ্যভবনে দাবী জানাতে গিয়ে পুলিশি হেনস্থার অভিযোগ আসে

করোনা বাড়ছে এদিকে শিশু মৃত্যুর প্রতিবাদে  বাম ছাত্র-যুব-মহিলাদের বিক্ষোভ স্বাস্থ্যভবনে

করোনা বাড়ছে এদিকে শিশু মৃত্যুর প্রতিবাদে  বাম ছাত্র-যুব-মহিলাদের বিক্ষোভ স্বাস্থ্যভবনে


রাজ্য জুড়ে শিশুমৃত্যুর প্রতিবাদে, কোভিড চিকিৎসার পরিকাঠামো বাড়ানোর দাবিতে সল্টলেক স্বাস্থ্যভবনে বাম ছাত্র যুব মহিলা সংগঠন  এসএফআই, ডিওয়াইএফআই, মহিলা সমিতি উত্তর চব্বিশ পরগণা জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়।


রাজ্যজুড়ে কোভিড পরিস্থিতি যেভাবে বাড়ছে এবং  উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুমৃত্যু চলছেই। কয়েকদিন আগেই শারদোৎসবের ওই ৫ দিনে ১৫টি শিশুর মৃত্যু হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। তারপরে গত ৪ দিনের মধ্যেই আরও ৭ শিশুর মৃত্যু হলো। সব মিলিয়ে গত দেড় মাসে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৯। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে গোটা রাজ্যে এপর্যন্ত ৮৯ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। 

 

গত কয়েকদিনে দুই শিশুর মৃত্যু হয়েছে এখানে। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, ৪৩টি শিশুর মধ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগে নতুন করে ২৭টি শিশু ভর্তি হয়েছে। যাদের মধ্যে ২টি শিশু আলিপুরদুয়ার জেলার বীরপাড়া হাসপাতাল থেকে রেফার হয়ে এসেছে। নতুন ২৭ জনের মধ্যে ৪ শিশু এআরআই অর্থাৎ ‘অ্যাকিউট রেসপিরেটোরি ইনফেকশনে’ আক্রান্ত। 


চিকিৎসা ব্যবস্থার এই অবনতির জন্য রাজ্য সরকারের কাছে  স্বাস্থ্যভবনে দাবী জানাতে গিয়ে পুলিশি হেনস্থার অভিযোগ আসে।  ছাত্র যুব মহিলারা নেতৃত্ব গ্রেপ্তার হন। সপ্তর্ষী দেব,  আকাশ কর, আত্রেয়ী গুহ, সোমা দাস সহ বহু সংখ্যক কর্মী গ্রেপ্তার বরণ করেন।

Your Opinion

We hate spam as much as you do