করণা ভাইরাসের আক্রমণের ফলে মানুষ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে সেই অর্থনৈতিক সঙ্কটের জন্য অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া অনেক ছাত্র-ছাত্রী ফরম ফিলাপের ক্ষেত্রে অসুবিধার মুখে পড়তে যাতে না হয় তাই ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে বিনামূল্যে ফরম ফিলাপের কর্মসূচি গ্রহণ করল এসএফআই
এস এফ আই এর সদস্যদের উদ্যোগে জেলাজুড়ে চলছে কলেজে ভর্তির অনলাইন ফর্ম ফিল-আপ সহায়তা ক্যাম্প
ওদের সমর্থিত প্রার্থীরা ভোটে জেতেনি। বামফ্রন্ট শূন্য হলেও রেড ভল্যান্টিয়ারের জামা গায়ে যে ছেলেরা ভয়ঙ্কর কোভিড পরিস্থিতি অনেকাংশে সামলে দিল তারাই এবার নেমেছে কলেজের স্নাতক স্তরে অন লাইন ভর্তির ফর্ম পুরণে সহযোগিতা করতে। ঠিকই সাইবার কাফেতে যা করতে ১০০ টাকা তাই এখানে বিনা পয়সায়। অনটনে থাকা ছাত্র পরিবার বিশেষ উপকৃত হচ্ছে। সেই সঙ্গে স্কুল কলেজ খোলার দাবীতেও সোচ্চার বাম ছাত্র সংগঠন।
বারাসাত, বিশরপাড়া, দক্ষিণ দমদম থেকে কামারহাটি অঞ্চলের টেক্সম্যাকো এস এফ আই এর উদ্যোগে কলেজে ভর্তির অনলাইন ফর্ম ফিল-আপ সহায়তা ক্যাম্প। সর্বত্রই এই ক্যাম্প চলছে। একই সঙ্গে ছাত্র-ছাত্রীরা স্কুল-কলেজ খোলার দাবিতে স্বাক্ষর করছে। অভিনন্দন SFI -কে ও সব কর্মীদের।
করণা ভাইরাসের আক্রমণের ফলে মানুষ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে সেই অর্থনৈতিক সঙ্কটের জন্য অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া অনেক ছাত্র-ছাত্রী ফরম ফিলাপের ক্ষেত্রে অসুবিধার মুখে পড়তে যাতে না হয় তাই ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে বিনামূল্যে ফরম ফিলাপের কর্মসূচি গ্রহণ করল এসএফআই টেক্সএমএকো দেশপ্রিয় নগর আঞ্চলিক কমিটি উপেন সেন স্মৃতি ভবনে সকাল ১০ টা থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রচুর ছাত্র-ছাত্রী লাইন দিয়ে তাদের ভর্তির ফরম ফিলাপ করছে
এর জন্য এস এফ আই এর পক্ষ থেকে হেল্প লাইন ডেস্ক করা হয়েছে।
We hate spam as much as you do