ছবিটি যদিও পুরোনো। তবে, ততটাও পুরোনো নয়, অর্থাৎ শুভেন্দু যখন বিজেপিতে তখনকারই ছবি এটি। দিন কয়েক আগেই শাহজাহানের (Shahjahan Sheikh) বিরুদ্ধে গুচ্ছের অভিযোগ আনেন বিরোধী দলনেতা। এবার এই ছবি প্রকাশ্যে আসার পর কি কিছুটা ব্যাকফুটে শুভেন্দু? ছবিটি প্রকাশ করেছেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো।
হাতে হাত শাহজাহান, শুভেন্দুর ছবি প্রকাশ করলেন তৃণমূল বিধায়ক
জানুয়ারি 10, 2024
ছবিটি প্রকাশ করেছেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে করমর্দন করছেন সন্দেশখালির বিতর্কিত তৃণমূল নেতা শাহজাহান শেখ! হ্যাঁ, প্রকাশ্যে এসেছে সেরকমই একটি ছবি। আর তা নিয়ে শুরু হয়েছে শোরগোল। ছবিটি যদিও পুরোনো। তবে, ততটাও পুরোনো নয়, অর্থাৎ শুভেন্দু যখন বিজেপিতে তখনকারই ছবি এটি। দিন কয়েক আগেই শাহজাহানের (Shahjahan Sheikh) বিরুদ্ধে গুচ্ছের অভিযোগ আনেন বিরোধী দলনেতা। এবার এই ছবি প্রকাশ্যে আসার পর কি কিছুটা ব্যাকফুটে শুভেন্দু? ছবিটি প্রকাশ করেছেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো।
ছবি প্রকাশের সঙ্গে সুকুমার মাহাতো একটি চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তাঁর কথায়, শাহজাহান শেখ (Shahjahan Sheikh) বিজেপিতে যোগদান করতে রাজি না হওয়ায় ইডিকে কাজে লাগিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি বলেছেন, বিজেপির প্রতিহংসার রাজনীতির শিকার শাহজাহান শেখ।
৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সন্দেশখালির সরবেরিয়ায় শাহজাহান শেখের (Shahjahan Sheikh) অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের। এরপর থেকেই বেপাত্তা তৃণমূল নেতা। তাঁকে খুঁজতে আসরে নেমেছে তিনটি কেন্দ্রীয় সংস্থা। এরই মধ্যে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করেন, সন্দেশখালির বেরমজুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে লুকিয়ে রয়েছেন শাহজাহান। যদিও সে দাবি অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েত প্রধান।
শাহজাহান শেখের বিজেপিতে যোগদান প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্য, ‘‘আমি যখন সেচমন্ত্রী ছিলাম তখন এই এলাকায় এসেছিলাম। ওখানকার যিনি রাজা-বাদশা অর্থাৎ শাহজাহান শেখ যিনি আগে সিপিএম করতেন, তিনিই আমাকে দেখান কোথায় বাঁধ কেটেছে, কোথায় বাঁধ জুড়েছে। বিজেপি এসব লোককে নেয় না।’’
শুক্রবার সকালে সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি । যদিও তালাবন্ধ বাড়িতে অনেক ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি। এরপর প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন গোয়েন্দারা। ঠিক সেই সময়ই শুরু হয় বিক্ষোভ। কয়েক জন স্থানীয় ঘটনাস্থলে পৌঁছে নিজেদের শাহজাহান শেখের (Shahjahan Sheikh) অনুগামী বলে পরিচয় গোয়েন্দাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ধাক্কা দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও। ইট দিয়ে আধিকারিকদের গাড়ি ভাঙচুর করা হয়। অবরোধ করা হয় রাস্তা। টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদে নেমেছেন তৃণমূল নেতার অনুগামীরা। মাথা ফেটে জখম হওয়া এক আধিকারিককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জখম হয়েছেন আরও দু’জন আধিকারিক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে স্থানীয় পুলিশের সাহায্য চাওয়া হয়।
We hate spam as much as you do