পুলিশ জানায়, মৃত যুবকের নাম সেলিম সাহাজি (১৮)। টিটাগড় স্টেশনের ১০ নম্বর রেলগেটের কাছে টিটাগড় গাজি বাবা মাজার এলাকার বাসিন্দা সেলিম। তোলা না দেওয়ায় তাঁকে গুলি গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় মৃতের বাবা সমর সাহাজি এলাকার তিন কুখ্যাত দুষ্কৃতী- ইসমাইল, সোনু ও মনুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত সকলেই নয়াবস্তির বাসিন্দা। তাদের খোঁজ শুরু হয়েছে।
সেলিম সাহাজি
ফের টিটাগড়ে সমাজবিরোধী দৌরাত্ব, তোলা না দেওয়ায় প্রকাশ্যে যুবক খুন
টিটাগড় স্টেশনের ১০ নম্বর রেলগেট এলাকায় প্রকাশ্যে গুলি করে খুন করা হল এক যুবককে। কোনও রাজনৈতিক দ্বন্দ্ব নয়, তোলা না দেওয়ার অভিযোগেই ওই যুবককে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনাটি বৃহস্পতিবার রাতে ঘটলেও শুক্রবার সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকার ৩ কুখ্যাত দুষ্কৃতীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতের বাবা।
ফের উত্তর ২৪ পরগনায় প্রকাশ্যে খুন যুবক। এবার ঘটনাস্থল টিটাগড় পুরসভার অন্তর্গত টিটাগড় স্টেশনের ১০ নম্বর রেলগেট এলাকা। প্রকাশ্যে গুলি করে খুন করা হল এক যুবককে। তবে এবার কোনও রাজনৈতিক দ্বন্দ্ব নয়, তোলা না দেওয়ার অভিযোগেই ওই যুবক খুন হলেন বলে অভিযোগ। ঘটনাটি বৃহস্পতিবার রাতে ঘটলেও শুক্রবার সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ জানায়, মৃত যুবকের নাম সেলিম সাহাজি (১৮)। টিটাগড় স্টেশনের ১০ নম্বর রেলগেটের কাছে টিটাগড় গাজি বাবা মাজার এলাকার বাসিন্দা সেলিম। তোলা না দেওয়ায় তাঁকে গুলি গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় মৃতের বাবা সমর সাহাজি এলাকার তিন কুখ্যাত দুষ্কৃতী- ইসমাইল, সোনু ও মনুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত সকলেই নয়াবস্তির বাসিন্দা। তাদের খোঁজ শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেলিমের বাবা সমর সাহাজি পেশায় ব্যবসায়ী। তাঁর অভিযোগ, এলাকার তিন কুখ্যাত দুষ্কৃতী- ইসমাইল, সোনু ও মনু কয়েকদিন আগে তাঁর কাছে ১ লাখ টাকা তোলা চেয়েছিল। তিনি তোলা না দেওয়ায় ওই তিন দুষ্কৃতী সমরকে মারধর করেছিল। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে মোড়ল পাড়ার মেলাতে যান সেলিম। রাতে ছেলের বাড়ি ফিরতে দেরি হওয়ায় সমর সাহাজি তাঁকে ফোন করেন। সেলিম জানান, তিনি বাড়ি ফিরছেন। এর কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পান, বাড়ির কাছে টিটাগড় স্টেশনের (Titagarh Station) সামনেই সেলিম ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছেন।
সমর সাহাজি জানান, সেলিমের পিঠে গুলি করার চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশই রক্তাক্ত সেলিমকে উদ্ধার করে ব্যারাকপুর বি.এন. বসু মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালের চিকিৎসক সেলিমকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই রহড়া থানায় অভিযোগ জানায় সেলিমকে খুন করা হয়েছে বলে তিন দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সমর সাহাজি। ঘটনার তদন্তে নেমেছে রহড়া থানার পুলিশ। যদিও ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজ শুরু হয়েছে। সেলিমের দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
We hate spam as much as you do