Tranding

01:44 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / নিউটাউন জলে ডুবে ৩০ঘন্টা , জনজীবন বিপর্যস্ত যুবদের বিক্ষোভ, ডেপুটেশন

নিউটাউন জলে ডুবে ৩০ঘন্টা , জনজীবন বিপর্যস্ত যুবদের বিক্ষোভ, ডেপুটেশন

গোটা নিউটাউন এক বিশ্রী অবস্থা।গতকাল থেকে বিভিন্ন ব্লকে কারেন্ট নেই, কিছু জায়গায় এখনো কারেন্ট আসে নি। অনেক জায়গায় জল নামে নি। পরিস্থিতি এতটাই খারাপ যে মানুষজন নিউটাউন ছেড়ে পার্শ্ববর্তী কলকাতায় আত্মীয় স্বজনের বাড়ি চলে যেতে বাধ্য হচ্ছেন।

নিউটাউন জলে ডুবে ৩০ঘন্টা , জনজীবন বিপর্যস্ত যুবদের বিক্ষোভ, ডেপুটেশন

 নিউটাউন জলে ডুবে ৩০ঘন্টা , জনজীবন বিপর্যস্ত যুবদের বিক্ষোভ, ডেপুটেশন

বাম আমলে তৈরি অন্যতম গুরুত্বপূর্ণ নির্মাণ স্মার্ট সিটি নিউটাউন পশ্চিমবঙ্গের গর্ব। কিন্তু ক্রমে এখানকার জলনিকাশি ব্যবস্থা শোচনীয় হয়েছে। অভিযোগ  বর্তমান সরকারের অবৈজ্ঞানিক চমকের জন্য বিশাল পরিমাণ জল বেরোনোর রাস্তা থাকছে না।


গোটা নিউটাউন এক বিশ্রী অবস্থা।গতকাল থেকে বিভিন্ন ব্লকে কারেন্ট নেই, কিছু জায়গায় এখনো কারেন্ট আসে নি। অনেক জায়গায় জল নামে নি। পরিস্থিতি এতটাই খারাপ যে মানুষজন নিউটাউন ছেড়ে পার্শ্ববর্তী কলকাতায় আত্মীয় স্বজনের বাড়ি চলে যেতে বাধ্য হচ্ছেন।

এই অচলাবস্থার প্রতিবাদে গত কাল নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথোরিটির অফিসে ডি ওয়াই এফ আই এর পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়।


এদিন ডেপুটেশনে উপস্থিত ছিলেন গত বিধানসভা নির্বাচনে বামেদের প্রার্থী  যুবনেতা সপ্তর্ষি দেব সহ অন্যান্য যুব কর্মী।

 

ডেপুটেশনে দাবি তোলা হয়েছে অবৈজ্ঞানিক ভাবে এলিভেটেড ফুটপাথ তৈরি করে, ম্যানহোল বন্ধ করার ফলে অনেক জায়গায় জল জমে আছে। অতি দ্রুত এর বিহিত করতে হবে। এ ছাড়া বাগজোলা ও কেষ্টপুর খালের সংস্কার , যা বিগত এক দশকে করা হয় নি, অবিলম্বে তা করতে হবে। যে সব জায়গায় জল জমে আছে সেখানে জল নামানোর বন্দোবস্ত করতে হবে, এবং স্বাস্থ্য বিধি মাথায় রেখে ক্লোরিন ও ব্লিচিং পাউডার দিতে হবে।
 ২৪ ঘন্টার মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে বৃহত্তর গনআন্দোলনে যাওয়ার কথা দেওয়া হয়।

 

Your Opinion

We hate spam as much as you do