মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল উনষাট বছর। দুদিন আগে শারীরিক সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অন্যধারার গানওয়ালা পিলু ভট্টাচার্যের জীবনাবসান
বিশিষ্ট সংগীত শিল্পী শ্রী পিলু ভট্টাচার্য গতকাল রাতে প্রয়াত হয়েছেন।
মহীনের ঘোড়াগুলির দীর্ঘ সময় পর
বাংলা সঙ্গীত জগতের অন্যধারার শুরু সুমন,নচিকেতার হাত ধরে। সেই সময়েই পিলু ভট্টাচার্য্যের উত্থান। তারপর থেকে দীর্ঘ তিন দশক ধরে গান নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা। সেই পিলু ভট্টাচার্য্য চলে গেলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল উনষাট বছর। দুদিন আগে শারীরিক সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জয়পুরিয়া কলেজে পড়াশোনা করার সময়ে তিনি সাংস্কৃতিক জগতে বিচরণ শুরু করেন। তার চার দশকের সঙ্গীত বিচরণ গতকাল শেষ হলো। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিপিআই এম রাজ্য স্তরের নেতা পলাশ দাশ, জেলার নেত্রী রমলা চক্রবর্তী, কলকাতার শ্রমিক আন্দোলনের অসিতাঙ্গ গাঙ্গুলী, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সম্পাদিকা কণীণিকা ঘোষ প্রমুখ। তার সন্তান ঋতর্ষী আজ স্যোসাল মিডিয়ায় তার মৃত্যু সংবাদ জানান।
We hate spam as much as you do