Tranding

03:51 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / বীজপুরে বাম সুকান্তর লড়াই সুবোধ , শুভ্রাংশুর বিরুদ্ধে 

বীজপুরে বাম সুকান্তর লড়াই সুবোধ , শুভ্রাংশুর বিরুদ্ধে 

শিল্প অধ্যুষিত, রেল কোম্পানির অনেক পুরোনো যায়গা সঙ্গে হালিশহরে রামপ্রসাদে ভিটে। এক বিপুল মিশ্রতার প্রতীক এই বীজপুর কেন্দ্র।

বীজপুরে বাম সুকান্তর লড়াই সুবোধ , শুভ্রাংশুর বিরুদ্ধে 

বীজপুরে বাম সুকান্তর লড়াই সুবোধ , শুভ্রাংশুর বিরুদ্ধে 

শিল্প অধ্যুষিত, রেল কোম্পানির অনেক পুরোনো যায়গা সঙ্গে হালিশহরে রামপ্রসাদে ভিটে। এক বিপুল মিশ্রতার প্রতীক এই বীজপুর কেন্দ্র।
বীজপুরে সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী আইনজীবী সুকান্ত রক্ষিত সকলের নজর কেড়েছেন। বাড়ি বাড়ি প্রচারে পরিশ্রম করছেন সুকান্ত । কাচড়াপাড়ার নেতা দীর্ঘ সময়ের বারাকপুরের সাংসদ তড়িত তোপদারের একসময়ের ঘনিষ্ঠ বিশিষ্ট সমাজসেবী ও  সিপিআই এম নেতা বাবলু রক্ষিতের ছেলে সুকান্ত বারাকপুর কোর্টের উকিল। মনোনয়নের দিন কোর্টের উকিলরা তাদের সহকর্মীর জন্য বেরিয়ে এসে খোলাখুলি সমর্থন জানিয়েছেন। সুকান্তর প্রচারে বারবার উঠে আসছে গত বছরের সেই দিনগুলোর কথা। করোনায় কাজ হারানো মানুষের পাশে দাঁড়িয়ে  কমিউনিটি কিচেন বা সাহায্যের হাত বাড়িয়েছিল বামপন্থীরাই।  শিক্ষিত যুবদের বড় অংশ সুকান্তের পক্ষে মত দিয়েছেন ।  

  
বীজপুর বিধানসভা কেন্দ্রে দীর্ঘকাল বসবাসকারী তৃণমূলের অন্যতম প্রতিষ্ঠাতা  মুকুল রায় বিজেপিতে যুক্ত হওয়ার পরও মুকুলবাবুর ছেলে শুভ্রাংশু তৃণমূলের বিধায়ক হিসেবে নিজের পরিচয় দিতেন। তবে লোকে বলতো আসলে শুভ্রাংশু বিজেপির সাথেই যোগাযোগ রাখছে। এরকম এখনও যে অনেকেই করছে তা মমতা ব্যানার্জি নিজেই স্বীকার করেছেন। এখনও নাকি অনেকেই তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়ে "গদ্দার" বিজেপি হয়ে যাবে।
শুভ্রাংশু তাই করলেন পরিবারের ঐতিহ্য অনুযায়ী তিনি শেষে বিজেপির প্রার্থী হলেন। 
এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী জমজমাট প্রচার সারছেন। সুবোধের পক্ষের সমর্থকরা মুকুল রায়ের প্রকৃত বিরোধী বলে প্রচার করছেন। কিন্তু সবকিছুর পরে যা দরকার তা হল সুস্থভাবে ভোট হওয়া ।  সুস্থ ও অবাধ নির্বাচন হলে অনেক হিসাব উল্টে যাবে বলে মনে করেন রাজনৈতিক মহল । তবে সন্ত্রাস , দাঙ্গা ছড়ানোর চেষ্টার অভিযোগ বহুবার এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে । মানুষ হাঁপিয়ে উঠেছেন ।

এমন একটি পরিস্থিতিতে বীজপুরে এবার ভোট হচ্ছে । সুকান্ত রক্ষিত অনেকটা ভালো অবস্থায় আছেন। 

 

Your Opinion

We hate spam as much as you do