Tranding

07:23 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / দেগঙ্গার রৌনকের বিশ্বরেকর্ড! দেশলাই বাক্স জমিয়ে 

দেগঙ্গার রৌনকের বিশ্বরেকর্ড! দেশলাই বাক্স জমিয়ে 

ইতিমধ্যে ১৭৩ রকমের দেশলাইয়ের বাক্স জোগাড় করে বিশ্বের দরবারে নাম কিনেছে। রৌণক জানায় ক্লাস সেভেন থেকে তার ইচ্ছা ছিল যে কিছু একটা করতে হবে।

দেগঙ্গার রৌনকের বিশ্বরেকর্ড! দেশলাই বাক্স জমিয়ে 

দেগঙ্গার রৌনকের বিশ্বরেকর্ড! দেশলাই বাক্স জমিয়ে 

১৭৩ রকমের দেশলাইয়ের বাক্স সংগ্রহ করে বিশ্ব রেকর্ড করলো উত্তর ২৪ পরগনার দেগঙ্গা হাদিপুরের কলেজ ছাত্র রৌণক ভট্টাচার্য। 

প্রত্যন্ত গ্রামের ছেলে রৌণক ভট্টাচার্য। ছোটবেলা থেকে সে ডানপিটে। বাবা-মায়ের কথা না শুনে যেখানে যা পাবে কুড়িয়ে নিজের সংগ্রহে রাখত। দেশি-বিদেশের পয়সা থেকে শুরু করে প্রাচীন যা কিছু কুড়িয়ে পেত সেগুলি সযত্নে রেখে দিত। তার এই  কাজ এ নিয়ে বাবা-মার কাছে কম বকাবকি খেতে হয়নি। অবশেষে দেশলাইয়ের বাক্স সংগ্রহ করে বিশ্বরেকর্ড এর খাতায় নাম তুলে দেগঙ্গা হাদিপুরের কলেজছাত্র রৌণক ভট্টাচার্য ।

 ইতিমধ্যে ১৭৩ রকমের দেশলাইয়ের বাক্স জোগাড় করে বিশ্বের দরবারে নাম কিনেছে। রৌণক জানায় ক্লাস সেভেন থেকে তার ইচ্ছা ছিল যে কিছু একটা করতে হবে। অনেকে চাল,সরিষার উপর রবীন্দ্রনাথের ছবি এঁকে বিশ্ব খ্যাতি অর্জন করেছে। কিন্তু তার মাথায় আসে দেশলাইয়ের বাক্স সংগ্রহ করবে। পুরীতে বেড়াতে গিয়ে সেখান থেকে 

দেশলাইয়ের বাক্স, শিক্ষাক্ষেত্রে ভ্রমণে গিয়ে  দেশলাইয়ের বাক্স জোগাড় এরকম ভাবে একাধিক কোম্পানির দেশলাইয়ের বাক্স সে সংগ্রহ করেছে।  বর্তমানে তার সঙ্গে ১৭৩ টি কোম্পানির দেশলাই  বাক্স রয়েছে। এরপর ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডে নাম লেখার জন্য অনলাইনে আবেদন করে । অবশেষে তার সফলতা  বাড়ির দরজায় কড়া নাড়লো।  

অর্থাৎ ১৩০ টি দেশলাইয়ের বাক্স নথিভূক্ত হয়েছে ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডে।  আর এই নিয়ে সারা পৃথিবীর কাছে এক অবিশ্বাস্যকর বিষয় সাধ্য করে তুলল কলেজছাত্র রৌণক ভট্টাচার্য্য।এই খবরে তার পরিবারের সদস্যরা আনন্দে মেতেছেন।  প্রতিবেশীরাও আনন্দে মেতেছেন। রৌণক জানিয়েছে কোন কিছু অসাধ্য নয় চেষ্টা করলে সবই সম্ভব।

ছবি- রৌণকের সাথে পরিবারের বড়রা। আর রেকর্ড করা দেশলাই বাক্সের সারি 

Your Opinion

We hate spam as much as you do