পূর্ব বারাসত আদর্শ বিদ্যাপীঠ থেকে এবার চতুর্থ স্থানে দু’জন, পঞ্চম স্থানে চার জন ও দশম স্থানে এক জন ছাত্র স্থান পেয়েছে। মোট সাত জন ছাত্রছাত্রী মেধা তালিকায় জায়গা পেয়েছে। আগে কখনও এই স্কুলের ছাত্রছাত্রীরা প্রথম দশে স্থান পায়নি। ফলে স্বাভাবিক ভাবে সর্বস্তরে উচ্ছ্বাস ছড়িয়েছে
ছবি- অনন্যা মণ্ডল বসিরহাট মহকুমায় সর্বোচ্চ এখনও পর্যন্ত ৬৯৭।স্কুল মালঙ্গপাড়া কে সি বি ইন্সটিটিউশন(এইচ এস)
বসিরহাট,বারাসাত সহ উ: ২৪ পরগনায় মাধ্যমিকের কৃতিরা.. উৎসাহিত স্কুল শিক্ষক অভিবাবকরা।
newscopes.in 21st july
অনন্যা মণ্ডল বসিরহাট মহকুমায় সর্বোচ্চ এখনও পর্যন্ত ৬৯৭।স্কুল মালঙ্গপাড়া কে সি বি ইন্সটিটিউশন(এইচ এস) এই স্কুলের ছাত্রী তমোঘ্না মাইতি রাজ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়া চার জন চতুর্থ স্থানে, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে এক জন করে রয়েছে। সব মিলিয়ে স্কুলের মোট আট ছাত্রী মেধা তালিকায় স্থান পাওয়া বসিরহাটে খুশির ছোঁয়া লেগেছে। স্কুলের প্রধান শিক্ষিকা শ্রাবণী চট্টোপাধ্যায় বলেন, ২০১৪ সালে আমাদের স্কুলের ছাত্রী রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম ও সার্বিক মেধাতালিকায় দ্বিতীয় স্থানে ছিল। ওই বছর আমাদের স্কুলের অপর ছাত্রী তৃতীয় স্থান পেয়েছিল। বেশিরভাগ বছর আমাদের স্কুলের কোনও না কোনও ছাত্রী প্রথম ২০জনের মধ্যে থাকে।
এবছর মাধ্যমিকে আমরা আর একটু বেশি ভালো আশা করেছিলাম। তবে সার্বিক ফলাফল স্কুলের শিক্ষিকাদের উৎসাহ দিয়েছে।
অন্যদিকে, পূর্ব বারাসত আদর্শ বিদ্যাপীঠ থেকে এবার চতুর্থ স্থানে দু’জন, পঞ্চম স্থানে চার জন ও দশম স্থানে এক জন ছাত্র স্থান পেয়েছে। মোট সাত জন ছাত্রছাত্রী মেধা তালিকায় জায়গা পেয়েছে। আগে কখনও এই স্কুলের ছাত্রছাত্রীরা প্রথম দশে স্থান পায়নি। ফলে স্বাভাবিক ভাবে সর্বস্তরে উচ্ছ্বাস ছড়িয়েছে। স্কুলের প্রধান শিক্ষক সমীর আচার্য বলেন, প্রথম ২০জনের তালিকায় আগে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা জায়গা পেয়েছে। এবার সাত জন প্রথম দশে জায়গা পাওয়ায় খুব ভালো লাগছে।
এই দুই স্কুল ছাড়াও নর্থ কলকাতা পাবলিক স্কুল, অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুল, অশোকনগর বানিপীঠ গার্লস হাইস্কুল, বারাসত নবপল্লি বয়েজ হাইস্কুল, বারাসত প্যারিচরন সরকার গভর্নমেন্ট হাইস্কুল, নিমতা হাইস্কুলের মতো একাধিক স্কুলের ফলাফল সকলের নজর কেড়েছে।
হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিষ মুখোপাধ্যায় বলেন, প্রথম থেকেই সৌহার্দ্য অত্যন্ত মেধাবী ছাত্র। আমরা ওর ফলাফলে অত্যন্ত খুশি।
We hate spam as much as you do