আজ উত্তর ২৪ পরগনা জেলা সিপিআইএম এর পক্ষ থেকে জেলার প্রায় ৩০০ জন স্যোশাল মিডিয়া কর্মীদের নিয়ে বারাসাতে একটি ডিজিটাল কনক্লেভের আয়োজন করে
সোশ্যাল মিডিয়া কনক্লেভে উত্তর ২৪ পরগনার সিপিআইএম, পঞ্চায়েতের আগে প্রচারে জোর
march 26, 2023
রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে আরও বেশি করে সোশ্যাল মিডিয়ায় নজর দিতে এর আগে ১১ই ফেব্রুয়ারি সিপিআইএম রাজ্য কমিটি ডিজিটাল সামিটের বিশেষ সম্মেলনের আয়োজন করেছিল বঙ্গ সিপিআইএমের ডিজিটাল শাখা। নিউটাউনের রবীন্দ্রতীর্থ প্রেক্ষাগৃহে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। রাজ্যের ২২টি জেলা থেকে মোট ২০০ জন প্রতিনিধি এই কর্মসূচিতে অংশ নিয়েছে। এরই অঙ্গ স্বরূপ আজ উত্তর ২৪ পরগনা জেলা সিপিআইএম এর পক্ষ থেকে জেলার প্রায় ৩০০ জন স্যোশাল মিডিয়া কর্মীদের নিয়ে বারাসাতে একটি ডিজিটাল কনক্লেভের আয়োজন করে
এই কনক্লেভে বিভিন্ন প্রযুক্তিগত বিষয় আলোচনা হয়। কিকরে আরো বেশি সংখ্যক মানুষের কাজে পৌছানো যায়। বিশিষ্ট প্রযুক্তিবিদ ও প্রাক্তন মন্ত্রী দেবেশ দাস উদ্বোধনে এই সময়ে স্যোশাল মিডিয়ার গুরুত্ব ব্যাখা করেন। সিপিআইএম নেতা পলাশ দাশ সহ অনেকেই বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
একাধিক বিষয়, বৈঠক হয়। কর্মীদের শেখানো হয় গ্রাফিক্স ও ভিডিয়ো সম্পাদনার কাজ।
সিপিআইএম নেতা পলাশ দাসের দাবি, অন্য রাজনৈতিক দলগুলি বিপুল অর্থের বিনিময়ে পেশাদারি সংস্থাকে দিয়ে ডিজিটাল প্রচার করে। কিন্তু তারা ভরসা রাখছেন দলীয় কর্মীদের উপরেই।
We hate spam as much as you do