জানা গিয়েছে, আহতরা প্রত্যেকেই তৃণমূল কর্মী। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিরোধীদের দিকে আজকের ঘটনার জন্য আঙুল তুলেছে। আহতদের হাসপাতালে দেখতে যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। গতকালই নরেন্দ্রপুরের (Narendrapur) দাসপাড়ায় দুষ্কৃতীদের ছোড়া বোমায় আহত হয়েছে ৫ নাবালক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজ্যে আবার গুলি!নৈহাটির শিবদাসপুরে সন্ধেতেই জখম ৩ তৃনমূল কর্মী
29 Oct 2022,
ভরসন্ধেয় উত্তর ২৪ পরগনার নৈহাটিতে (Naihati) গুলি চলল। নৈহাটির শিবদাসপুরের কন্দপুকুর এলাকায় গুলি-বোমাবাজি (Naihati Shoot Out)। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। তাঁদের মধ্য়ে একজনের শরীরে তিনটি গুলি লেগেছে। তাঁর নাম জাকির হোসেন। বোমার আঘাতে জখম হয়েছেন আরও দু'জন। তাঁদের সবাইকে কল্যাণীর জেএনএম হাসপাতালে (JNM Hospital) ভর্তি করা হয়েছে।
এলাকা গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। রয়েছেন পদস্থ আধিকারিকরা। জানা গিয়েছে, ৭-৮টি মোটরসাইকেলে করে দুষ্কৃতীরা আসে ও এলোপাথারি গুলি চালাতে থাকে। সঙ্গে চলে বোমাবাজি।
জানা গিয়েছে, আহতরা প্রত্যেকেই তৃণমূল কর্মী। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিরোধীদের দিকে আজকের ঘটনার জন্য আঙুল তুলেছে। আহতদের হাসপাতালে দেখতে যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
গতকালই নরেন্দ্রপুরের (Narendrapur) দাসপাড়ায় দুষ্কৃতীদের ছোড়া বোমায় আহত হয়েছে ৫ নাবালক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নরেন্দ্রপুরের দাসপাড়াতে একটি মাঠে প্রতিদিনের মতোই খেলতে গিয়েছিল কয়েকজন নাবালক। ওই মাঠে রয়েছে একটি টিনের চালের ঘর। খেলতে খেলতে নাবালকরা যায় ওই টিনের ঘরের কাছে। সুতলি বোমা দেখতে পায় তারা। এটাও দেখে যে একটি ড্রামে বোমা মজুত করা রয়েছে। ওই ঘরেই ছিল একদল দুষ্কৃতী। দুষ্কৃতীরা বাচ্চাদের ওখান থেকে চলে যেতে বলে। কিন্তু বাচ্চারা যেতে রাজি হয়নি। অভিযোগ, না চলে যাওয়াতে বাচ্চাদের লক্ষ্য করে পরপর দু'টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতে গুরুতর আহত ৫ জন। চিৎচার চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয়রা। বাচ্চাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তারও আগে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় (Bhatpara Shootout) কালীপুজোর মণ্ডপে গুলি চলে। গুরুতর জখম হন স্থানীয় তৃণমূল নেতা (TMC Leader) রাজ পাণ্ডে (Raj Pandey)। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
We hate spam as much as you do