Tranding

03:49 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / বাংলাদেশি  যুবকের মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্য  উত্তর২৪পরগনার হিঙ্গলগঞ্জের  সীমান্তে।  উদ্ধার  ১৬৬ বোতল নিষিদ্ধ  মাদক ফেনসিডিল।

বাংলাদেশি  যুবকের মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্য  উত্তর২৪পরগনার হিঙ্গলগঞ্জের  সীমান্তে।  উদ্ধার  ১৬৬ বোতল নিষিদ্ধ  মাদক ফেনসিডিল।

মৃতদেহের বুকে বাধা ছিল প্লাস্টিকের হাওয়া দেওয়া বালিশ। পাশে পড়ে ছিল ভর্তি  প্রায় ১৬৬ বোতল  নিষিদ্ধ তরল মাদক ফেনসিডিল। পুলিশ এও জানিয়েছে এই সীমান্ত এলাকা দিয়ে পাচারকারীরা বুকে প্লাস্টিকের হাওয়া দেওয়া বালিস বেঁধে নদী সাঁতরে ভারত থেকে বাংলাদেশে পাচারকার্য চালায়।

বাংলাদেশি  যুবকের মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্য  উত্তর২৪পরগনার হিঙ্গলগঞ্জের  সীমান্তে।  উদ্ধার  ১৬৬ বোতল নিষিদ্ধ  মাদক ফেনসিডিল।

বাংলাদেশি  যুবকের মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্য  উত্তর২৪পরগনার হিঙ্গলগঞ্জের  সীমান্তে।  উদ্ধার  ১৬৬ বোতল নিষিদ্ধ  মাদক ফেনসিডিল।

 

নিজস্ব সংবাদদাতা:বসিরহাট, ১২ জুলাই-সোমবার  নিষিদ্ধ মাদক সহ অজ্ঞাত পরিচয় বাংলাদেশের বাসিন্দা এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় উত্তর২৪পরগনার হিঙ্গলগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে।মৃতদেহের কাছ থেকে উদ্ধার হয় ১৬৬ বোতল নিষিদ্ধ তরল মাদক ফেনসিডিল।সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা মৃতদেহটি ও তরল মাদকের বোতলগুলি তুলে দেয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে।পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় বসিরহাট জেলা হাসপাতালে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে হিঙ্গলগঞ্জ থানার পথেরদাবী গ্রামের ভারত-বাংলাদেশ সীমান্তের ইছামতি নদীর কাঁটাতারের ধারে এক অজ্ঞাত পরিচয় বাংলাদেশি যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান ও গ্রামবাসীরা। মৃতদেহের বুকে বাধা ছিল প্লাস্টিকের হাওয়া দেওয়া বালিশ। পাশে পড়ে ছিল ভর্তি  প্রায় ১৬৬ বোতল  নিষিদ্ধ তরল মাদক ফেনসিডিল।
পুলিশ এও জানিয়েছে এই সীমান্ত এলাকা দিয়ে পাচারকারীরা বুকে প্লাস্টিকের হাওয়া দেওয়া বালিস বেঁধে নদী সাঁতরে ভারত থেকে বাংলাদেশে পাচারকার্য চালায়।রবিবার গভীর রাতে এ ভাবেই বাংলাদেশি ওই যুবক ভারত থেকে তরল মাদক নিয়ে বাংলাদেশে পাচার করছিল। কি কারনে এই বাংলাদেশি যুবকের মৃত্যু হল তার তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিস।

ছবি:উদ্ধার হওয়া বাংলাদেশি যুবকের মৃতদেহ।

Your Opinion

We hate spam as much as you do