Tranding

03:28 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / বাদুরিয়া বিডিও অফিসে জাওয়াদে ক্ষতিগ্রস্ত কৃষক ক্ষেতমজুরের ডেপুটেশন

বাদুরিয়া বিডিও অফিসে জাওয়াদে ক্ষতিগ্রস্ত কৃষক ক্ষেতমজুরের ডেপুটেশন

দীর্ঘ পথ পায়ে হেটে বাদুড়িয়া বিডিও অফিস চত্বরে এসে জমায়েত হন কৃষক, খেতমজুররা।সেখানে ফসলের ক্ষতিপূরণ চাই দাবিতে তারা সোচ্চার হয়।কৃষক, খেতমজুর সহ অন্যান্য গ্রামীণ অংশের মানুষের দাবিগুলির সমর্থনে সভা হয়।বক্তব্য রাখেন সারাভারত কৃষকসভা উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক মহম্মদ সেলিম গায়েন, খেতমজুর ইউনিয়নের নেতা স্বপন রায়,যুবনেতা চন্দ্রনাথ গোস্বামী, তসলিম আরিফ।

বাদুরিয়া বিডিও অফিসে জাওয়াদে ক্ষতিগ্রস্ত কৃষক ক্ষেতমজুরের ডেপুটেশন

বাদুরিয়া বিডিও অফিসে জাওয়াদে ক্ষতিগ্রস্ত কৃষক ক্ষেতমজুরের ডেপুটেশন


নিজস্ব সংবাদদাতা:বসিরহাট,২২ ডিসেম্বর-জাওয়াদ ঘূর্ণিঝড়ের প্রভাবে অতিবর্ষনের কারণে বাদুড়িয়া ব্লকের ১৪টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ধান,রবিশস্য, আলু সহ একাধিক সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।কৃষকের প্রভূত ক্ষতির কারণে কাজ হারিয়ে দিশাহীন খেতমজুররা।কৃষকদের এহেন ফসলের ক্ষতিপূরণে সরকার এখনো নীরব।এমতবস্থায় বুধবার সারাভারত কৃষকসভা এবং সারাভারত খেতমজুর ইউনিয়ন বাদুড়িয়া ব্লকের আহ্বানে ফসলের ক্ষতিপূরণের দাবি সহ ৮ দফা দাবি আদায়ে রাস্তায় নামলো ব্লকের ১৪টি গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষক,খেতমজুররা।এদিন বিকালে ক্ষতিগ্রস্ত কৃষক, খেতমজুররা গ্রাম পঞ্চায়েত এলাকাগুলি থেকে ডেপুটেশন উপলক্ষে দলে দলে মিছিলে অংশ নেয়।বাদুড়িয়া বাজার,চৌমাথা, ঢালিপাড়া,ঈশ্বরীগাছা হয়ে 

 

দীর্ঘ পথ পায়ে হেটে বাদুড়িয়া বিডিও অফিস চত্বরে এসে জমায়েত হন কৃষক, খেতমজুররা।সেখানে ফসলের ক্ষতিপূরণ চাই দাবিতে তারা সোচ্চার হয়।কৃষক, খেতমজুর সহ অন্যান্য গ্রামীণ অংশের মানুষের দাবিগুলির সমর্থনে সভা হয়।বক্তব্য রাখেন সারাভারত কৃষকসভা উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক মহম্মদ সেলিম গায়েন, খেতমজুর ইউনিয়নের নেতা স্বপন রায়,যুবনেতা চন্দ্রনাথ গোস্বামী, তসলিম আরিফ।
সভা চলাকালীন কৃষক নেতা হায়দার আলি,খেতমজুর ইউনিয়নের নেতা মানিক বিশ্বাসের নেতৃত্বে অনিমেষ মুখার্জি,শঙ্কর ঘোষ, গোলাম মণ্ডলরা বিডিও সুপর্না বিশ্বাসের সাথে দেখা করে ৮ দফা দাবি সংবলিত স্মারকলিপি জমা দেন।

 

অন্যদিকে বাদুড়িয়া ব্লক কৃষি আধিকারীকের কাছেও ক্ষতিপূরণের দাবি সংবলিত স্মারকলিপি জমা দেন।দাবিগুলি হলো জাওয়াদ জনিত অতিবর্ষনে সকল কৃষক ক্ষতিগ্রস্ত। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বিঘা প্রতি  ১৫০০০ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।পুনরায় চাষ করার জন্য সার,বীজ ও অন্যান্য সামগ্রী সরকারকেই বিনামূল্যে সরবরাহ করতে হবে। সারের কালো বাজারী বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

 

সকল জব কার্ডধারীকেই মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচীতে কাজ দিতেই হবে। কর্মহীন ক্ষেতমজুরদের রিলিফ দিতে হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দরখাস্ত জমা দেওয়া সত্ত্বেও যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি, তাদের নাম নথিভুক্ত করতে হবে। আবাস প্লাস তালিকায়  ছাদবিহীন সকল পরিবারকে অন্তর্ভুক্ত করার জন্য সকল বাড়িতে সার্ভে করতে হবে। ষাটোর্ধ ব্যক্তিদের বার্ধক্য ভাতা,বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা দলমত নির্বিশেষে সকলকে দিতে হবে।

 

অন্যদিকে বসিরহাট-১নং ব্লকেও ফসলের ক্ষতির পরিমাণ বিপুল।ক্ষতিপূরণের দাবিতে এদিন সারাভারত কিষাণ মহাসভা ও সারাভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি বসিরহাট আঞ্চলিক কমিটির ডাকে বসিরহাট-১নং বিডিও অফিসে ৮দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।ডেপুটেশন উপলক্ষে বসিরহাট টাউনহল থেকে মিছিল হয়।ইটিন্ডা রোড ধরে মিছিল আসে বিডিও অফিস চত্বরে।সেখানে সভা হয়।বক্তব্যে রাখেন উভয় সংগঠনের পক্ষ থেকে সভাচলাকালীন  জনের প্রতিনিধিদল বিডিও বিশাখ ভট্টাচার্যের কাছে দাবি সংবলিত স্মারকলিপি জমা দেন।


ছবির ক্যাপশন:ফসলের ক্ষতিপূরণের দাবিতে কৃষক খেতমজুরের মিছিল বাদুড়িয়ায়।
ছবি:প্রবীর দাস।
                

Your Opinion

We hate spam as much as you do