Tranding

12:17 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / বারাকপুরে মনোনয়ন: তৃণমূল বিজেপি অকারন সংঘর্ষে সন্ত্রস্ত মানুষ, আগ্নেয়াস্ত্র নিয়ে   জনগণকে বিভ্রান্ত করার পরিকল্পনা। 

বারাকপুরে মনোনয়ন: তৃণমূল বিজেপি অকারন সংঘর্ষে সন্ত্রস্ত মানুষ, আগ্নেয়াস্ত্র নিয়ে   জনগণকে বিভ্রান্ত করার পরিকল্পনা। 

স্থানীয় মানুষের অভিযোগ এই সংঘর্ষকারীরা গত কয়েকদিন আগেও একই সঙ্গে ছিল। এখন তার দুভাগে ভাগ হয়ে নিজেদের মধ্যে গোলমাল করছে। যার সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। তারা বিরক্ত ।

বারাকপুরে মনোনয়ন: তৃণমূল বিজেপি অকারন সংঘর্ষে সন্ত্রস্ত মানুষ, আগ্নেয়াস্ত্র নিয়ে   জনগণকে বিভ্রান্ত করার পরিকল্পনা। 

 বারাকপুরে মনোনয়ন: তৃণমূল বিজেপি অকারন সংঘর্ষে সন্ত্রস্ত মানুষ, আগ্নেয়াস্ত্র নিয়ে   জনগণকে বিভ্রান্ত করার পরিকল্পনা। 

মনোনয়ন জমা দেওয়ার আগে ব্যারাকপুর প্রশাসনিক ভবনের সামনে উত্তেজনা। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ।  সাধারন পথচারী,  পথহকার , যাত্রীরা সন্ত্রস্ত , বিরক্ত । 
ব্যারাকপুরে প্রশাসনিক ভবনের বাইরে এদিন বারবার ঝামেলা হয় । দুপুর গড়িয়েও নতুন করে উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায় মনোনয়ন পেশ করে বেরনোর সময় গাড়িতে চড়াও হওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ।  নতুন করে  তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে মারামারি  বেঁধে যায়। এলাকা খালি করতে লাঠিচার্জ করে পুলিশ। 
 আজ মনোনয়ন জমার দেওয়া ঘিরে সকাল থেকেই অশান্তি ছড়ায়। বারে বারে তৃণমূল-বিজেপির সংঘর্ষ বাধে। তৃণমূল বিজেপি সংঘর্ষে গুলিবিদ্ধ একজন বলে দাবি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের দাবি, আহত তাদের  দলীয় কর্মী। তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। অন্যদিকে, বিজেপির দাবি, তাদের ওপর হামলা হয়েছে।  পুলিশের পক্ষ থেকে গুলি চালানোর কথা স্বীকার করা হয়নি। 

এর আগে ব্যারাকপুরে তৃণমূলের রাজ চক্রবর্তীর মনোনয়ন জমার সময় তৃণমূল বিজেপি সংঘর্ষ বেধে যায়।   ইটবৃষ্টি হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। তৃণমূল নেতা উত্তম দাস ও জ্যোতিপ্রিয় মল্লিক  বলেন এটা বিজেপির পূর্ব পরিকল্পনা , তিনি অর্জুন সিংকে অভিযুক্ত করেন। অর্জুন এটাকে তৃণমূলের কাজ বলে অভিযোগ করেন। 
স্থানীয় মানুষের অভিযোগ এই সংঘর্ষকারীরা গত কয়েকদিন আগেও একই সঙ্গে ছিল। এখন তার দুভাগে ভাগ হয়ে নিজেদের মধ্যে গোলমাল করছে। যার সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। তারা বিরক্ত ।
যারা এগুলো করছেন তাদের জনগনের জীবনের সমস্যা সম্পর্কে কোনো মাথাব্যথা আছে কি ? প্রশ্ন বারাকপুরের সাধারন মানুষের। নির্বাচনের আগে চলল গোটা ভারতবর্ষের মধ্যে নজিরবিহীন দলবদল । যা একপ্রকার নীতিহীনতা , রাজনৈতিক মুল্যবোধের অবক্ষয়ের ইঙ্গিত দেয়  
বারাকপুরের পুলিস ব্যবস্থা গ্রহন করছে।  
ছবি - সংগৃহীত

Your Opinion

We hate spam as much as you do