Tranding

11:25 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / নওশাদ সিদ্দিকীকে ৭২ ঘণ্টার মধ্যে থানায় হাজিরার পুলিশ নোটিশ

নওশাদ সিদ্দিকীকে ৭২ ঘণ্টার মধ্যে থানায় হাজিরার পুলিশ নোটিশ

তাঁর প্রশ্ন, ‘এত সক্রিয়তা দেখাল কেন?’ আগে ওই ঘটনার পর বিধায়ক নওশাদ বলেছিলেন, তিনি সেদিন জয়নগরে যাচ্ছিলেন। তখন তাঁর কনভয়ের গাড়িকে আর একটি গাড়ি চেপে দেওয়ার চেষ্টা করছিল। তা থেকেই বচসা হয়।

নওশাদ সিদ্দিকীকে ৭২ ঘণ্টার মধ্যে থানায় হাজিরার পুলিশ নোটিশ

নওশাদ সিদ্দিকীকে ৭২ ঘণ্টার মধ্যে থানায় হাজিরার পুলিশ নোটিশ  


17 Nov 2023, 

 

উত্তপ্ত জয়নগরে যাওয়ার পথে বিধায়ক নওশাদ গাড়িকে আটকে দেওয়ার জন্য এবং চেপে দেওয়ার জন্য অন্য গাড়িকে ব্যবহার করার চেষ্টা করা হয়। তাই নওসাদের চালককে জোরে গাড়ি চালাতে হয়। এইরকম একটি অভিযোগ উঠছে এবং এই অভিযোগের ভিত্তিতে নওশাদের বিরুদ্ধে ৭২ ঘণ্টার মধ্যে হাজিরা দেওয়ার পুলিশি নোটিশ আসছে।


কলকাতা হাইকোর্টের বিচারপতির গাড়ির চালককে চড় মারার অভিযোগ ওঠে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর চালক ও দেহরক্ষীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছিল গড়ফা থানা এলাকার অভিষিক্তা মোড়ে। ওই ঘটনায় নওশাদকে এবার নোটিশ দিল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার তাঁকে ৪১ সিআরপিসি’‌তে নোটিশ দেওয়া হয়েছে। ওই নোটিশ পাওয়ার পর থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ভাঙড়ের বিধায়ককে গড়ফা থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। নওশাদের চালকর বিরুদ্ধে ইতিমধ্যেই জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে গড়ফা থানায়। এমন বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে।


এদিকে অন্য একটি গাড়িতে ধাক্কা মারা, বচসায় জড়ানো, মারধর করার অভিযোগ উঠেছে নওশাদের চালকের বিরুদ্ধে। গাড়িতে তখন বিধায়ক নিজেও ছিলেন বলে খবর। এই পরিস্থিতি সামলাতে তখন গাড়ি থেকে নেমে আসেন বিধায়ক। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এবার ওই ঘটনায় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে সিআরপিসি’‌র ৪১ ধারায় নোটিশ পাঠাল পুলিশ। আগামী ৭২ ঘণ্টার মধ্যে থানায় হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে বলে সূত্রের খবর। দুই গাড়ির মধ্যে কার্যত রেষারেষি হচ্ছিল সেদিন। তা থেকেই লাগে ধাক্কা। সেটার প্রতিবাদ করতেই বিচারপতির গাড়ির চালককে নেমে এসে সপাটে চড় মারে বলে অভিযোগ। তার পর থেকেই বাড়ে বিতর্ক।


মঙ্গলবার দুপুরে ইএম বাইপাসের উপর দু’টি গাড়ির রেষারেষি চলছিল বলে অভিযোগ। তার মধ্যে একটি গাড়ি ছিল বিধায়ক নওশাদ সিদ্দিকীর। তখনই বিচারপতির গাড়িতে নওশাদের গাড়ি সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। সেখান থেকেই দুই চালকের মধ্যে তীব্র বচসা শুরু হয়। তারপরই নওশাদের চালক সপাটে চড় মারে বিচারপতির গাড়ির চালককে। তখন পরিস্থিতি বেগতিক দেখে নওশাদ গাড়ি থেকে নেমে পরিস্থিতি সামলান। কিন্তু এই ঘটনায় কলকাতা পুলিশের গড়ফা থানায় নওশাদ, তাঁর নিরাপত্তারক্ষী এবং তাঁর গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এবার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে সিআরপিসি’‌র ৪১ ধারায় নোটিশ পাঠায় পুলিশ।


এই বিষয়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সংবাদমাধ্যমে প্রশ্ন তুলে দেন পুলিশের সক্রিয়তা নিয়ে। বিধায়ক জানান, তিনি এখনও পুলিশের নোটিশ হাতে পাননি। নোটিশ হাতে পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। তাঁর প্রশ্ন, ‘এত সক্রিয়তা দেখাল কেন?’ আগে ওই ঘটনার পর বিধায়ক নওশাদ বলেছিলেন, তিনি সেদিন জয়নগরে যাচ্ছিলেন। তখন তাঁর কনভয়ের গাড়িকে আর একটি গাড়ি চেপে দেওয়ার চেষ্টা করছিল। তা থেকেই বচসা হয়।

Your Opinion

We hate spam as much as you do